Storm: ভোটের মধ্যেই কয়েক মিনিটের ঝড়, বাড়িঘর ভেঙে লন্ডভন্ড
Moynaguri: ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রচুর বাড়িঘর, ভেঙে পড়ে গাছ। গাছ পড়ে জাতীয় সড়কের উপরে যান চলাচলও স্তব্ধ হয়ে যায় এদিন। জরুরি ভিত্তিতে গাছ কেটে জাতীয় সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছেন সিভিল ডিফেন্স কর্মীরা। জোর কদমে উদ্ধারকার চালাচ্ছে।
ময়নাগুড়ি: আবারও দমকা ঝড়ে তছনছ ময়নাগুড়ি। গত ৩১ মার্চের স্মৃতি ফিরিয়ে শনিবার ভোরে বিধ্বংসী ঝড়ের মুখোমুখি হল এলাকা। ময়নাগুড়ি বার্নিশ এলাকা দিয়ে বয়ে যাওয়া বিধ্বংসী টর্নেডোর স্মৃতি ফের উস্কে দিল এদিনের ভোর। মোটামুটি ১৫ মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড হয়ে যায় ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। ময়নাগুড়ি স্টেশন মোড়, ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়ক, ময়নাগুড়ি পুর এলাকার একাধিক ওয়ার্ডের উপর দিয়ে এই ঝড় বয়ে গিয়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রচুর বাড়িঘর, ভেঙে পড়ে গাছ। গাছ পড়ে জাতীয় সড়কের উপরে যান চলাচলও স্তব্ধ হয়ে যায় এদিন। জরুরি ভিত্তিতে গাছ কেটে জাতীয় সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছেন সিভিল ডিফেন্স কর্মীরা। জোর কদমে উদ্ধারকার চালাচ্ছে।
এদিকে এই ঝড়ের জেরে ভোর থেকে বিদ্যুৎ নেই। শতাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। রাতের আগে আলো আসার সম্ভাবনা নেই বলে জানান ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। ময়নাগুড়ি শহরের ময়নাগুড়ি থানায় গাছ পড়ে যায়। তাতে ক্ষতিগ্রস্ত হয় থানার গেট। পাশাপাশি বহু বাড়িতে গাছ পড়ে যায়। এই ঘটনায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের নিজ নিজ এলাকায় খোঁজখবর নেন সকাল থেকেই।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি স্টেশন চৌপথি এলাকায়। আহতও হন কয়েকজন। স্থানীয় বাসিন্দা সন্তোষ পাণ্ডে, গোবিন্দ অধিকারীরা জানান, প্রায় মিনিট ১৫ মিনিট ঝড় হয়। তাতে তীব্র ক্ষতি হয়েছে। সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, “ময়নাগুড়ি ব্লকের কিছু এলাকায় ক্ষতি হয়েছে। যার মধ্যে পুরএলাকাও রয়েছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ত্রাণ নিয়ে কোনও অসুবিধা হবে না।”