Dhupguri: মর্মান্তিক ঘটনা ধূপগুড়িতে, একইসঙ্গে দুর্ঘটনার কবলে ৩ গাড়ি, রক্তে ভাসল রাস্তা

Dhupguri: প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা পালিয়ে গেলও, পরবর্তী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট গাড়ির চালকের। তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশ কর্মীরা।

Dhupguri: মর্মান্তিক ঘটনা ধূপগুড়িতে, একইসঙ্গে দুর্ঘটনার কবলে ৩ গাড়ি, রক্তে ভাসল রাস্তা
চাপা উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 5:56 PM

ধূপগুড়ি: একইসঙ্গে দুর্ঘটনার কবলে ৩ গাড়ি। প্রাণ গেল ১ জনের। গুরুতরভাবে আহত আরও ১। এদিন দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়কে ধূপগুড়ি শহরের গণেশ মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কয়লা বোঝাই একটি ছোট গাড়ির সঙ্গে প্রথমে একটি লরির সংঘর্ষ হয়। এর পরপরই ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি ছোট গাড়ি এবং লরি। প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা পালিয়ে গেলও, পরবর্তী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট গাড়ির চালকের। তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশ কর্মীরা। 

স্থানীয়দের দাবি, এই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে। এর আগে বহুবার প্রশাসনকে জানানো হলেও ডিভাইডারের ব্যবস্থা করা হয়নি। ডিভাইডার থাকলে এত বড় দুর্ঘটনা হতো না। সঞ্জয় নাগ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “সকালবেলা বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এসে দেখি একই জায়গায় একসঙ্গে এতগুলি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।” 

ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা এলাকায়। ইতিমধ্যে সবক’টি গাড়ি আটক করেছে পুলিশ। তবে যে ব্যক্তি মারা গিয়েছেন তার নাম পরিচয় এখনও জানা যায়নি।