Tragic Death: মেয়ের মৃত্যু সহ্য করতে পারেননি বাবা, মেয়ের কাছেই চলে গেলেন!
Moynaguri: জানা গিয়েছে তহমিনা সন্তানসম্ভবা ছিলেন। ৮ মাসের অন্তঃসত্বা ছিলেন তিনি। শুক্রবার বিষক্রিয়ায় মৃত্যু হয়। অভিযোগ, তহমিনার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সেই অভিযোগের আঙুল ওঠে।
জলপাইগুড়ি: ২৬ বছরের মেয়েকে হারানোর যন্ত্রণা মানতে পারেননি বাবা। কন্যা-বিচ্ছেদের পর দু’টো রাতও কাটল না। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাবা। ময়নাগুড়ি ব্লকের পুঁটিমারি গ্রামে ঘটনাটি ঘটেছে। শুক্রবার শ্বশুরবাড়িতেই রহস্যজনক মৃত্যু হয় তহমিনা বেগম (২৬) নামে এক তরুণীর। এই ঘটনার পরই পালিয়ে যান তাঁর স্বামী। শ্বশুরবাড়ির দু’জনকে গ্রেফতারও করা হয়। মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বেসামাল হয়ে পড়েন বাবা এনামূল হক। রবিবার মারা যান তিনি। বার্নিশ গ্রামপঞ্চায়েতের পুঁটিমারি গ্রামে এই খবরে শোকের ছায়া।
জানা গিয়েছে তহমিনা সন্তানসম্ভবা ছিলেন। ৮ মাসের অন্তঃসত্বা ছিলেন তিনি। শুক্রবার বিষক্রিয়ায় মৃত্যু হয়। অভিযোগ, তহমিনার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সেই অভিযোগের আঙুল ওঠে।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তহমিনার শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতারও করে। তবে স্বামী সায়ন করিম এখনও পলাতক। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। এরইমধ্যে কন্যাহারা বাবার মৃত্যুর ঘটনা। পরিবারপরিজনরা বলছেন, এমন তরতাজা মেয়েটাকে এভাবে হারানোর যন্ত্রণা সইতে পারেননি বাবা। মেয়ের কাছেই চলে গেলেন!