Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: প্রসূতির মৃত্যুতে নয়া গাফিলতি সামনে, ইচ্ছাকৃতভাবে সদ্যোজাতর জন্ম তারিখ ভুল লিখল হাসপাতাল?

Jalpaiguri: পরিবারের অভিযোগ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের তরফে দেওয়া সদ্যোজাতর ডিসচার্জ সার্টিফিকেট ভুলে ভরা। যা ঘটনা ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সন্তানের জন্ম দিতে সান্ত্বনা রায় জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে ভর্তি হয়েছিলেন গত ২৯ ডিসেম্বর দুপুরে। কিন্তু সেখানে লেখা আছে অন্য তারিখ।

Jalpaiguri: প্রসূতির মৃত্যুতে নয়া গাফিলতি সামনে, ইচ্ছাকৃতভাবে সদ্যোজাতর জন্ম তারিখ ভুল লিখল হাসপাতাল?
হাসপাতালের বিরুদ্ধে সরব মৃত প্রসূতির পরিবার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 11:05 PM

জলপাইগুড়ি: প্রসূতির মৃত্যুর ঘটনায় সামনে এল নয়া গাফিলতি। সন্তানের জন্ম তারিখই বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের পরিবার জানাচ্ছে, হাইকোর্ট যাওয়া ছাড়া আর ন্যায়বিচারের সম্ভাবনা নেই।

মৃত সান্ত্বনা রায়ের পরিবার জানিয়েছে, তাঁদের প্রসূতি গত ২৯ ডিসেম্বর সন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে দেওয়া ডিসচার্জ সার্টিফিকেটে লেখা হয়েছে, ৩ ডিসেম্বর ডিসচার্জ করা হয়েছে। ফলে সদ্যোজাতর জন্ম তারিখই বদলে যাচ্ছে। প্রসূতি সান্ত্বনা রায়ের মৃত্যু নিয়ে তদন্তের মাঝে তাঁর সন্তানের জন্ম তারিখ নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে ইস্যু করা নথিতে এমনই গলদ ধরা পড়েছে। তার জেরে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মেডিক্যালে।

পরিবারের অভিযোগ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের তরফে দেওয়া সদ্যোজাতর ডিসচার্জ সার্টিফিকেট ভুলে ভরা। যা ঘটনা ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সন্তানের জন্ম দিতে সান্ত্বনা রায় জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে ভর্তি হয়েছিলেন গত ২৯ ডিসেম্বর দুপুরে। কিন্তু সেখানে লেখা আছে অন্য তারিখ। সন্তান প্রসব হয় ২৯ ডিসেম্বর। সেখানেও লেখা অন্য তারিখ। সদ্যোজাত ছেলে না মেয়ে, ওজন কত, তা নিয়ে বিশদে কিছু লেখা নেই। যা ইচ্ছাকৃত করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

আর এইসব অভিযোগ সামনে আসতেই মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষর। ভুলে ভরা ডিসচার্জ সার্টিফিকেট ইস্যুতে শুক্রবার পরিবারকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।