Dhupguri Road accident: বিকট শব্দ! নয়ানজুলিতে ঝুপ করে পড়ল লরি, তারপর…
Jalpaiguri: জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে কমলা বোঝাই লরি। যার জেরে আহত হলেন চালক।
ধূপগুড়ি: সকাল থেকেই কুয়াশায় মোড়া আকাশ। এ দিক-ওদিক দেখা দুষ্কর। তার মধ্যেই হল বিপত্তি। দ্রুত গতিতে আসা লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল নয়ানজুলিতে। পরে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে সকলকে। জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির ঘটনা। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে কমলা বোঝাই লরি। যার জেরে আহত হলেন চালক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির দেওমালি এলাকায়।
জানা গিয়েছে, গয়েরকাটার দিক থেকে ওই কমলা বোঝাই লরিটি ধূপগুড়ির অভিমুখে দিকে যাচ্ছিল। তখনই দেওমালি এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।
গাড়ির ভিতরে আটকে থাকা চালককে উদ্ধার করেন তাঁরা। নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। এ দিকে, দূর্ঘটনার কারণে এশিয়ান হাইওয়ে সড়কে সাময়িক যানজট তৈরি হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “এই ঘটনা প্রথম নয়। এর আগেও ঘটেছে। কুয়াশার কারণে এখন দুর্ঘটনা যেন বেড়ে গিয়েছে। আজকে সকাল নাগাদ বিকট একটি শব্দ শুনতে পাই। সেই আওয়াজ শুনেই আমরা কয়েকজন দৌড়ে ওইখানে যাই। দেখি কমলালেবু বোঝাই একটি গাড়ি সামনের নয়ানজুলিতে উল্টে পড়ে রয়েছে। কী করব প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। তারপর সকলে মিলে হাত লাগিয়ে উদ্ধার করি। গাড়ির চালকের কিছুটা লেগেছে। তবে এখন ঠিক আছে।