Update: বাংলা যে ভালবাসা দিয়েছে, হয়তো অন্য কোনও প্রদেশ দেয়নি: রাহুল
Rahul Gandhi: কালো রঙের গাড়ির উপরে বসে রাহুল গান্ধী জনতার মাঝে যেতেই তাঁর কাছাকাছি পৌঁছতে কংগ্রেস কর্মী-সমর্থদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা হাতে নিয়ে রীতিমতো শ্লোগান দিতে দেখা যায় রাহুল সমর্থকদের। আবার কেউ হাতে আঁকা রাহুল গান্ধীর ছবির কাটআউট তো কেউ অন্য কিছু উপহার হিসাবে প্রিয় নেতার হাতে তুলে দেয়। রাহুল গান্ধীও সেই উপহার সাদরে গ্রহণ করেন।

ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী।Image Credit source: PTI
প্রসেনজিৎ চৌধুরী
জলপাইগুড়ি: দু-দিন বন্ধ থাকার পর রবিবার ফের বাংলা থেকে ভারত ন্যায় জোড়ো যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী। প্রশাসনের নির্দেশ মেনেই রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর নাগাদ পদযাত্রা শুরু করলেন তিনি। এদিন কোচবিহার থেকে যাত্রা শুরু করে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। শহর ঘুরে এদিনই শিলিগুড়ি পৌঁছবে রাহুল গান্ধীর ব়্যালি।
- বাংলা ভারতকে পথ দেখাতে পারে জানিয়ে ঘৃণার বিরুদ্ধে ও ভারতকে একসূত্রে বাঁধার লড়াইয়ে বাংলার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান রাহুল গান্ধী। এপ্রসঙ্গে রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দের কথাও তুলে ধরেন তিনি।
- ব়্যালি শেষে এদিন সন্ধ্যায় শিলিগুড়িতে একটি জনসভা করেন রাহুল গান্ধী। সেই জনসভা থেকে বাংলার মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে রাহুল বলেন, বাংলা যে ভালবাসা দিয়েছে, হয়তো অন্য কোনও প্রদেশ দেয়নি।
- শিলিগুড়িতে রাহুলের ন্যায় যাত্রা-য় সামিল হল বামেরা। লাল পতাকা হাতে নিয়ে মিছিলে পা মিলিয়েছেন বাম কর্মী-সমর্থকেরা। যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।
- রাহুলের মিছিলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে, এবার আসবেন কিনা তাঁর ব্যাপার বলে মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তবে তৃতীয় পর্যায়ে মালদায় যখন এই যাত্রা প্রবেশ করবে তখন মুখ্যমন্ত্রী মমতা যাত্রায় সামিল হবেন বলে আশাবাদী তিনি।
- অন্যদিকে, নীতীশ কুমারের এনডিএ জোটে ফিরে যাওয়া প্রসঙ্গে জয়রাম রমেশের মন্তব্য, যে যেতে চায় যেতে দিন।
- জলপাইগুড়ি শহর ঘুরে বিকাল ৫টা নাগাদ শিলিগুড়িতে প্রবেশ করল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। জলপাইগুড়ির মতোই শিলিগুড়িতে রাহুল গান্ধীর যাত্রায় উন্মাদনা ও কংগ্রেস কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
- জনগণের প্রবল উন্মাদনার মধ্য দিয়ে জলপাইগুড়ি কদমতলা রোড পেরিয়ে শিলিগুড়ির দিকে প্রবেশ করল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে রাহুল গান্ধীর যাত্রাপথে প্রচুর সংখ্যক পুলিশকর্মী মোতায়েন ছিল। শেষ পর্যন্ত জলপাইগুড়ি শহরে তাঁর যাত্রাপথের কোথাও কোনও বিঘ্ন ঘটেনি। খুব ভালভাবেই ন্যায় যাত্রা করলেন রাহুল।
- বাংলার উপর দিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চললেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে সামিল হবেন কিনা তা স্পষ্ট করেননি। এদিন দুপুরে কোচবিহারে ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়। যদিও তাঁর এই মিছিলে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এই মিছিলে ‘সকলকে স্বাগত’ বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
হাতে আঁকা রাহুল গান্ধীর ছবি তুলে দিচ্ছেন কংগ্রেস কর্মীরা।
- রাহুলের সঙ্গে গাড়ির উপরে বসে রয়েছেন অধীর চৌধুরী। আর মিছিলের একেবারে পুরোভাগে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এছাড়া বিপুল সংখ্যক মানুষ সামিল হয় রাহুলের ন্যায় যাত্রা-য়। রাস্তার পাশে বাড়িগুলির দরজা, জানলা থেকেও বহু মানুষ রাহুল গান্ধীকে হাত নাড়িয়ে স্বাগত জানায়। সবমিলিয়ে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে বিপুল উন্মাদনা দেখা দেয় জলপাইগুড়ি শহরে।
- এদিন জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হন পাহাড়ের অন্যতম রাজনৈতিক দল হামারো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডস। শুধু পদযাত্রায় সামিল হওয়া নয়, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে সমস্ত দলকে আত্মাভিমান, ইগো ভুলে রাহুলের যাত্রায় সামিল হওয়ারও আহ্বান জানান।
রাহুলের যাত্রা-য় সামিল অজয় এডওয়ার্ডস।
- কালো রঙের হুডখোলা গাড়ির উপরে বসে রাহুল গান্ধী জনতার মাঝে যেতেই তাঁর কাছাকাছি পৌঁছতে কংগ্রেস কর্মী-সমর্থদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা হাতে নিয়ে রীতিমতো শ্লোগান দিতে দেখা যায় রাহুল সমর্থকদের। আবার কেউ হাতে আঁকা রাহুল গান্ধীর ছবির কাটআউট তো কেউ অন্য কিছু উপহার হিসাবে প্রিয় নেতার হাতে তুলে দেয়। রাহুল গান্ধীও সেই উপহার সাদরে গ্রহণ করেন।
- দুপুর আড়াইটে নাগাদ জলপাইগুড়ির পিডব্লুডি মোড় থেকে যাত্রা শুরু করে তারপর পাহাড়পুর মোড়ে এসে পৌঁছয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস সাংসদকে কাছ থেকে দেখতে রাস্তার দু-পাশে জনগণের উপচে পড়া ভিড় দেখা যায়। তাঁর পদযাত্রা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি হাঁটেননি, হুডখোলা গাড়িতে বসেই জনসংযোগ করেন তিনি।

কোন গ্রহের প্রকোপে বাড়বে ঋণের বোঝা? জ্যোতিষশাস্ত্র বলছে...

বজরংবলীর আশীর্বাদ পেতে হনুমান জয়ন্তীতে অবশ্যই দান করুন এই জিনিস

সর্বনাশ! বাড়ির মূল দরজায় এসব রেখেছেন? বিপদ ডাকছেন অজান্তেই

মানি প্ল্যান্ট তাজা রাখতে জলের সঙ্গে মেশান এই জিনিস, তা হলেই...

জীবনে তাড়াতাড়ি সাফল্য চান? প্রেমানন্দ মহারাজের মতে এ কাজ করলেই...

জীবনের কোন কথা সব সময় লুকিয়ে রাখতে হয়? নিম করোলি বাবা বলেছেন...