Died: ক্ষেতের মাঝে আচমকাই হামলা, কিছু বোঝার আগেই সব শেষ…

Dhupguri: আত্মীয় লিয়াকত মিঞা জানান, চা বাগানে কাজ করতেন শহিদ মিঞা। অবসরপ্রাপ্ত ওই চা শ্রমিক এদিন বাগানের ওই এলাকায় গরু, ছাগল চড়াতে গিয়েছিলেন।

Died: ক্ষেতের মাঝে আচমকাই হামলা, কিছু বোঝার আগেই সব শেষ...
হাসপাতালে পরিবারের লোকজন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 12:00 AM

ধূপগুড়ি: ভরদুপুরে বুনো শুয়োরের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। হিলা চা বাগানে এই ঘটনা ঘটে। মৃতের নাম শহিদ মিঞা (৬০)। তাঁর বাড়ি নাগরাকাটা Nagrakata) ব্লকের  হিলা চা বাগানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গবাদি পশু নিয়ে জঙ্গলে গিয়েছিলেন শহিদ। রবিবার বেলা পার করে হিলা বাগানের ৫ডি সেকশনে আচমকাই হামলা চালায় বুনো শুয়োর। এলাকাটি জঙ্গল লাগোয়া, পাশেই জলঢাকা নদী। আর তার ওপারেই হিলা ঝোড়ার জঙ্গল। শুয়োরের হানায় মৃত্যুর খবর ছড়াতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকার লোকজন জানান, এর আগেও একাধিকবার বন্যপ্রাণীর হামলার শিকার হতে হয়েছে তাঁদের।

আত্মীয় লিয়াকত মিঞা জানান, চা বাগানে কাজ করতেন শহিদ মিঞা। অবসরপ্রাপ্ত ওই চা শ্রমিক এদিন বাগানের ওই এলাকায় গরু, ছাগল চড়াতে গিয়েছিলেন। তখনই একটি বুনো শুয়োর জঙ্গল থেকে বেড়িয়ে এসে তাঁর উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যান শহিদ মিঞা। পরে স্থানীয়রা দেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বনকর্মীরাও ঘটনাস্থলে যান।

চা বাগান তৃণমূল শ্রমিক ইউনিয়নের হিলা ইউনিটের সহ-সভাপতি জয়নুল মিঞা বলেন, এমন মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এর আগেও এখানে বুনো শুয়োরের হামলায় একাধিক জখম হওয়ার ঘটনা ঘটেছিল। হাতির আক্রমণে প্রাণহানিও হয়। ওই সংগঠনেরই হিলা ইউনিটের সম্পাদক দুর্গা মাহালি বলেন, দু’বছর আগে শহিদ কাজ থেকে অবসর নিয়েছিলেন। সেই বাগানের মধ্যেই বুনো জন্তুর হামলায় এমন মৃত্যু কারওপক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।