DA: আবৃত্তি, নাটক, রং-তুলিতে মূর্ত হল প্রতিবাদ, ডিএ-সহ ৯ দফা দাবিতে রাতভর অবস্থান
Jalpaiguri: সাংগঠনিক দাবিদাওয়া নিয়ে বক্তব্যের পাশাপাশি রাতভর ধরনামঞ্চে আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কনের মধ্য দিয়ে চলে অভিনব প্রতিবাদ। যা দেখতে ভিড় জমে যায়।
জলপাইগুড়ি: দাবি আদায়ে রাতভর ধরনায় বসল বামপন্থী সরকারি কর্মচারিরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) প্রদান, শূন্যপদে অবিলম্বে কর্মী নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ-সহ মোট ৯ দফা দাবিতে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে ধরনায় বসেন বামপন্থী সরকারি কর্মচারি সমিতির যৌথ মঞ্চের সদস্যরা। শুক্রবার বিকেল থেকে শনিবার বিকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।
সাংগঠনিক দাবিদাওয়া নিয়ে বক্তব্যের পাশাপাশি রাতভর ধরনামঞ্চে আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কনের মধ্য দিয়ে চলে অভিনব প্রতিবাদ। যা দেখতে ভিড় জমে যায়। আন্দোলনকারীদের দাবি, এই ধরনা, অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুধু মহার্ঘ ভাতার আন্দোলন নয়। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, জাতীয় শিক্ষানীতি বাতিল, সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ-সহ বিভিন্ন দাবি নিয়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
মনোজিৎ দাসের কথায়, “দীর্ঘদিন ধরে আমরা আর্থিক বঞ্চনার শিকার। তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছি। আমরা ৯ দফা দাবি নিয়ে গণঅবস্থান কর্মসূচিতে নেমেছি। মেধার ভিত্তিতে দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিও আমরা রাখছি। রাতভর এই অবস্থানে আমরা। ডিএর দাবি আছে ঠিকই। তবে সেটাই একমাত্র বিষয় নয়। মূল্যবৃদ্ধির কারণে খরচের বিষয়টি মাথায় রেখে ডিএর দাবি যেমন আমরা করছি, আরও দাবিও কিন্তু রয়েছে। শনিবার বিকাল পর্যন্ত আমরা এই অবস্থানে থাকব।” প্রয়োজনে আরও বড় আন্দোলনের যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ডিএর দাবি নিয়ে কলকাতায় সংগ্রামী যৌথমঞ্চ টানা প্রতিবাদ-আন্দোলনে শামিল। দিল্লির যন্তরমন্তরের সামনে বসেও প্রতিবাদ জানান যৌথমঞ্চের সদস্যরা। কর্মবিরতি, বনধেও শামিল হয় তারা। জেলায় জেলায়ও চলছে প্রচার কর্মসূচি।