Jhargram Elephant: চাষের জমিতে ৩-৪ দিন ধরে পড়ে অসুস্থ হাতি, সুস্থ করতে বনকর্মীরা ছেটাচ্ছেন কেবল জল

Jhargram Elephant:গ্রামবাসীদের কথায়, চিকিৎসা বলতে প্রাথমিকভাবে হাতিটির ওপর জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করে বন দফতর। কিন্তু তাতে আদৌ সাড়া দেয়নি হাতিটি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হাতিটি মহিলা হাতি

Jhargram Elephant: চাষের জমিতে ৩-৪ দিন ধরে পড়ে অসুস্থ হাতি, সুস্থ করতে বনকর্মীরা ছেটাচ্ছেন কেবল জল
ঝাড়গ্রামে অসুস্থ হাতিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 11:17 AM

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের নয়াগ্ৰামের রাঞ্জিয়াম এলাকায় চাষের জমিতে পড়ে রয়েছে অসুস্থ হাতি। তিন চার দিন অসুস্থ থাকার পর অবশেষে হাতির চিকিৎসা শুরু করল বন দফতর ও গ্রামবাসীরা। জানা গিয়েছে, রাঞ্জিয়াম এলাকার বাসিন্দারা গ্রামের চাষের জমিতে একটি হাতিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশেই দেখা যায় এলাকায় আরও একটি হাতি ঘোরাঘুরি করছে।  হাতিটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে  বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। হুলাপার্টির সদস্যরা  ঘটনাস্থলে পৌঁছে প্রথমে  পাশের হাতিটিকে এলাকা থেকে জঙ্গলে ফেরান। তারপর গ্রামবাসীদের সহযোগিতায় চিকিৎসক ডেকে প্রাথমিকভাবে হাতিটির চিকিৎসা শুরু করেন।

গ্রামবাসীদের কথায়, চিকিৎসা বলতে প্রাথমিকভাবে হাতিটির ওপর জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করে বন দফতর। কিন্তু তাতে আদৌ সাড়া দেয়নি হাতিটি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হাতিটি মহিলা হাতি। অসুস্থতার খবর পেয়ে চিকিৎসা শুরু হয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, হাতিটি তিন চার দিন ধরে অসুস্থ অবস্থায় ছিল কিন্তু বন দফতর হাতির চিকিৎসায় কোনও পদক্ষেপ করেনি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,  শেষে জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা হচ্ছে মাত্র।

তিন চার দিন অসুস্থ থাকার পরেও বনদফতর কেন চিকিৎসা শুরু করেনি, সে নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। বন আধিকারিকরা জানাচ্ছেন, হাতিটির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হয়েছে। পরিস্থিতির কোনও অবনতি হয়নি। সবর্দা সেখানে বনকর্মীরা রয়েছেন।