AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah and Abhishek Banerjee: দ্বিতীয় দফা ভোটের আগে নজরে মালদহ, প্রচারে শাহ-অভিষেক

Amit Shah and Abhishek Banerjee: জানা গিয়েছে, আজ দুপুর বারোটা নাগাদ মালদহ বিমানবন্দরে নামবেন অমিত শাহ। এরপর সেখান থেকে সড়কপথে মালদহ শহরের ফোয়ারা মোরে আসবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন।

Amit Shah and Abhishek Banerjee: দ্বিতীয় দফা ভোটের আগে নজরে মালদহ, প্রচারে শাহ-অভিষেক
অমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মালদহেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2024 | 11:52 AM
Share

মালদহ: হাইভোল্টেজ দক্ষিণ মালদহ। প্রচারের জন্য মঙ্গলবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে, আজ সেখানেই জনসভায় অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত, ভোটের প্রচারে নজর থাকবে দক্ষিণ মালদহে।

জানা গিয়েছে, আজ দুপুর বারোটা নাগাদ মালদহ বিমানবন্দরে নামবেন অমিত শাহ। এরপর সেখান থেকে সড়কপথে মালদহ শহরের ফোয়ারা মোড়ে আসবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন। এরপর দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করবেন। তারপর রোড শো শেষে এলাকায় দশ মিনিটের জন্য বক্তব্য রাখবেন তিনি।

অন্যদিকে আজ আবার দক্ষিণ মালদহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হানের সমর্থনে এক জনসভায় অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে নাগাদ মালদহর কালিয়াচকের ভগবানপুর এলাকায় এক জনসভায় অংশ নেবেন তিনি। প্রসঙ্গত এর আগে দার্জিলিংয়ে সভা করার কথা ছিল অমিত শাহর। অপরদিকে, শিলিগুড়িতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভা করেন। তবে খারাপ আবহাওয়ার কারণে সভার দিন অমিত শাহের হেলিকপ্টার আকাশে চক্কর কাটে। নামতে পারেনি নিচে। ফোনেই বক্তৃতা দিয়ে ফিরতে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। সেই ঘটনার পর আজ এবার সভা রয়েছে মালদহে।