Congress-TMC clash: স্কুলের পরিচালন কমিটির নির্বাচন ঘিরে তুলকালাম,কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১২
Congress-TMC clash: এ ঘটনায় কংগ্রেসের সাত জন এবং তৃণমূলের ৫ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

মালদা: স্কুলের পরিচালন কমিটির নির্বাচন ঘিরে তুলকালাম মালদায়। কংগ্রেস আর তৃণমূলের তুমুল সংঘর্ষ। সূত্রের খবর, এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের ১২ জন। পুলিশের সামনেই তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ কংগ্রেসের। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া হাই মাদ্রাসায়। মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন রয়েছে রবিবার। নির্বাচনে ৬টি আসনে কংগ্রেস, তৃণমূল আর সিপিএম প্রার্থী দিয়েছে। নির্বাচন ঘিরে বিগত কয়েকদিন ধরেই চরম ব্যস্ততা ছিল সবদলেরই। তারমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
রতুয়া হাটখোলা এলাকায় দীর্ঘবছর ধরে রয়েছে কংগ্রেসের কার্যালয়। সূত্রের খবর, তার সামনেই তৃণমূল নিজেদের একটি অস্থায়ী কার্যালয় তৈরি করেছে। কংগ্রেসের অভিযোগ, তাঁদের কার্যালয়ে ঢোকার মূল রাস্তাও ঘিরে ফেলে তাঁরা। কংগ্রেসের শিবিরের দাবি এদিন এরই প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর হামলা চালান তৃণমূলের কর্মীরা। অভিযোগ পুলিশের সামনেই কংগ্রেসের কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালান তৃণমূল কর্মীরা। হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে। এ ঘটনায় কংগ্রেসের সাত জন এবং তৃণমূলের ৫ জন আহত হয়েছেন। সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। এদিকে এ ঘটনার পরেই খবর যায় পুলিশে। এলাকায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে কারণে গোটা এলাকায় টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা।
ঘটনা প্রসঙ্গে এলাকার কংগ্রেস নেতা ইসা খান চৌধুরী বলেন, “আমাদের ৬-৭ জন কর্মীকে মারধর করা হয়েছে। কিছু সমাজবিরোধী এই কাজ করেছে। রতুয়ায় আমাদের একটি পার্টি অফিস রয়েছে। সেই পার্টি অফিসের সামনে শাসকদল তৃণমূল কংগ্রেস একটি বড় প্যান্ডেল তৈরি করেছে। যার জেরে আমাদের পার্টি অফিসে যাওয়া-আসা বন্ধ হয়ে গিয়েছে। ভোট যাতে শান্তভাবে না হয় সে কারণেই তাঁরা এই কাজ করেছে। আজ আমাদের পার্টি অফিসে হামলা করে শাসক দলের লোকেরা। রড-পিস্তল নিয়ে হামলা চালায়। এসবই পুলিশের সামনে হয়েছে।”
রতুয়া ১ ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি অজয় সিনহা বলেন, “রবিবার মতুয়া মাদ্রাসায় পরিচালন সমিতির ভোট। সে জন্য আমাদের দলীয় অফিসের সামনে ভোট উপলক্ষে আমাদের কর্মীদের বসার জন্য একটি প্যান্ডেল করছিলাম। কংগ্রেসের অফিস ওখান থেকে দেড়শো গজ দূরে। এদিন আমাদের জায়গায় যখন আমাদের কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিল সেই সময় কংগ্রেসের কিছু নেতার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আমাদের কর্মীদের উদ্দেশে গালাগালি দেয়। আমাদের পতাকা ছিঁড়তে যায়। ওদের বারণ করলে আমাদের কর্মীদের উপর লাঠি-রড দিয়ে হামলা চালায়।”





