Malda Municipality: মহিলা পুরকর্মীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ আপ্ত সহায়কের বিরুদ্ধে
Malda Municipality: জানা গিয়েছে, মাত্র এক মাস আগে চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী হিসাবে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কাজে যোগ দেন মালদহ শহরের মহানন্দা পল্লীর বাসিন্দা ওই মহিলা।
মালদহ: চাকরি থেকে ইস্তফা দিলেন পুরসভার অস্থায়ী মহিলা কর্মী। অশালীন আচরণ, কটূক্তি, অশ্লীল ইঙ্গিত তুললেন মালদহ পুরসভার চেয়ারম্যান এর নিজস্ব আপ্ত সহায়কের বিরুদ্ধে। যদিও, চেয়ারম্যানকে জানিয়েও লাভের লাভ কিছু হয়নি বলে দাবি ওই মহিলার।
জানা গিয়েছে, মাত্র এক মাস আগে চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী হিসাবে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কাজে যোগ দেন মালদহ শহরের মহানন্দা পল্লীর বাসিন্দা ওই মহিলা। পুরসভা দফতরে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়ম অনুযায়ী তিনি কাজ করছিলেন। কিন্তু মাত্র এক মাসের বেশি আর কাজ করতে পারলেন না। অভিযোগ, তাঁকে হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের মাধ্যমে ‘ইঙ্গিতপূর্ণ’ ও ‘আপত্তিকর’ মেসেজ পাঠানো হচ্ছিল। আর সেই মেসেজ পাঠাচ্ছিলেন পুরসভার চেয়ারম্যানের আপ্ত-সহায়ক।
যদিও অভিযুক্ত ব্যক্তি নিজেও স্বীকার করেছেন নিগৃহীতা ওই মহিলাকে তিনি মেসেজ করেছেন। পাশাপাশি এও জানিয়েছেন তিনি করতেই পারেন। এই ঘটনার পরই শোরগোল এলাকায়। জানা গিয়েছে, চেয়ারম্যান এর পি এ হিসেবে কাজ করতেন অভিযুক্ত । অবসর নেওয়ার পরেও তিনি পুরসভাতেই চেয়ারম্যান এর আপ্ত সহায়ক হিসেবেই কাজ করে চলেছেন।