Hospital Vandalize: সাপে কাটা রোগীর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর আত্মীয়দের, চিকিৎসকদের মারধরের অভিযোগ

পুরাতন মালদার নলডুবির বাসিন্দা এক সাপে কাটা রোগীকে রবিবার সন্ধ্যায় আনা হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে আনার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

Hospital Vandalize: সাপে কাটা রোগীর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর আত্মীয়দের, চিকিৎসকদের মারধরের অভিযোগ
হাসপাতালে নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 6:03 AM

মালদা: সাপে কাটা রোগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল মালদা মেডিক্যাল কলেজে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। দুই জুনিয়র চিকিৎসককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এর পরই নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র চিকিৎসকরা। সব মিলিয়ে রবিবার রাতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মালদা মেডিক্যাল কলেজে।

পুরাতন মালদার নলডুবির বাসিন্দা এক সাপে কাটা রোগীকে রবিবার সন্ধ্যায় আনা হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে আনার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়। গাফিলতির অভিযোগ তুলে তখন হাসপাতালে তান্ডব শুরু করে রোগীর আত্মীয়রা। দুই চিকিৎসকেও মারধর করা হয় বলে অভিযোগ।

চিকিৎসকদের মারধরের প্রতিবাদে পরিষেবা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তাঁরা। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, সিনিয়র চিকিৎসকরা কখনও তাঁদের সঙ্গে থাকে না। এমনকি কোনও নিরাপত্তারক্ষী না থাকার অভিযোগেও সরব তাঁরা। তাই রোগীদের পরিষেবা দিতে গিয়ে তাঁদেরই হামলার মুখোমুখি হতে হয় বলেই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না তাঁদের নিরাপত্তা ও নিয়মিত ডিউটির সময় নিশ্চিত করছেন, ততক্ষণ অবস্থান বিক্ষোভ চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।