Maldah: বাইকে এসে পিছন থেকে হ্যাঁচকা টান, হাত ভাঙল স্কুলছাত্রীর
Maldah: যদিও এর আগে ইভটিজারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও সুরাহা হয়নি বলে দাবি স্কুলের ছাত্রীদের।
মালদা: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার ছাত্রীরা। প্রতিবাদ করায় এক ছাত্রীকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। হাত ভাঙল একাদশ শ্রেণির এক ছাত্রীর। থানায় অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত ঘটনা সিসিটিভি ক্যামেরার ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকাগামী রাজ্য সড়কে মহেন্দ্রপুর পেট্রোল পাম্পের কাছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও এর আগে ইভটিজারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও সুরাহা হয়নি বলে দাবি স্কুলের ছাত্রীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসি টিভি ক্যামেরার দেখা যাচ্ছে, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির চার ছাত্রী হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি বাইকে চেপে তিন যুবক পেছন দিক থেকে এসে তাঁদের গা ঘেঁষে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ, চলন্ত বাইক থেকে এক ছাত্রীর হাত চেপে ধরে হ্যাঁচকা টান দেওয়ার চেষ্টা করেন এক যুবক। আহত হয়ে ছাত্রীটি বসে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে তড়িঘড়ি করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই অভিযুক্ত যুবকের নাম সারফারাজ আলি(২২)।বাড়ি মহেন্দ্রপুর গ্রামেই।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।