পড়াশোনা করতে মিশরে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু ছাত্রের!
রহস্যজনকভাবে মৃত্যু হল মালদহের (Maldah) ছাত্রের। মৃতের নাম মোসারফ হোসেন।
মালদহ: অ্যারাবিক নিয়ে পড়াশোনা করতে চার বছর আগে মিশরে গিয়েছিলেন। রহস্যজনকভাবে মৃত্যু হল মালদহের (Maldah) ছাত্রের। মৃতের নাম মোসারফ হোসেন।
মালদার ইংরেজবাজারের মাদিয়া এলাকার বাসিন্দা মোসারফ হোসেন। বছর চারেক আগে অ্যারাবিক নিয়ে পড়াশোনা করতে মিশরে গিয়েছিলেন। ইজিপ্টের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। পরিবারের দাবি, রবিবার সকালে বাড়িতে একটি ফোন আসে। তাতে বলা হয়, মোসারফের দেহ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু, তা নিয়ে কিছুই বলা হয়নি।
আরও পড়ুন: ‘এখনও কত দেহের খোঁজ মেলেনি’ নন্দীগ্রামের আবেগ উস্কে ‘নস্ট্যালজিক’ টুইট মমতার
এরপরই মৃত ছাত্রের পরিবার ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয়। মৃত ছাত্রের ভাগ্নে মোহাম্মদ আজিজ আকিল আনসারি জানান, মৃত্যুর কারণ এখনও তাঁদের জানা নেই। গোটা ঘটনাটি ভীষণ ধোঁয়াশার। পুলিশ তদন্ত করছে।