Maldah Physical Harassment: পরপর তিন দিন, প্রথম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, গ্রেফতার পাশের বাড়ির ‘জ্যেঠু’
Maldah Physical Harassment: অভিযোগ, প্রত্যেকবারই ভয় দেখিয়ে নাবালিকাকে চুপ করিয়ে রাখে ওই ব্যক্তি। এরপরেই ওই নাবালিকা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। পরে একদিন গেটের কাছে ধর্ষণের সময় এক প্রতিবেশী ওই প্রৌঢ়কে হাতেনাতে ধরে ফেলেন।
মালদহ: আবারও মালদহ। এবার প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। পরিবারের অভিযোগ, একবার নয়, একাধিকবার ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক প্রৌঢ়কে। মালদহের বাচামারির ঘটনা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাত বছরের ওই নাবালিকাকে বাড়ির বাইরে খেলছিল। অভিযোগ, সে সময়ে তাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে অটোতে ধর্ষণ করা হয়। এরপরের দিন আবার বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়িতে কাউকে কিছু জানালে, তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তৃতীয় দিন ফের নাবালিকার বাড়ির গেটের আড়ালেই কুকীর্তি করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, প্রত্যেকবারই ভয় দেখিয়ে নাবালিকাকে চুপ করিয়ে রাখে ওই ব্যক্তি। এরপরেই ওই নাবালিকা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। পরে একদিন গেটের কাছে ধর্ষণের সময় এক প্রতিবেশী ওই প্রৌঢ়কে হাতেনাতে ধরে ফেলেন। তিনিই নাবালিকার পরিবারকে গোটা বিষয়টি জানায়। পরে বাড়ির লোক চেপে ধরলে শিশুটি সব খুলে বলে। গুরুতর অসুস্থ নির্যাতিতা এখন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদহ থানার পুলিশ গ্রেফতার করেছে ওই প্রৌঢ়কে। অভিযুক্ত নিজের পক্ষে কোনও যুক্তি দেননি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।