Malda Cyber Crime: ছবি দিয়ে অশ্লীল মেসেজ, সাইবার ক্রাইমের শিকার সাইবার ক্যাফের মালিক

Malda Cyber Crime: অরিজিতের দাবি, হুগো লোনের নাম করে তাঁর কাছে টাকা দাবি করা হচ্ছে। এমনকি তাঁর আধার এবং প্যান কার্ডের ছবিও পাঠানো হচ্ছে।

Malda Cyber Crime: ছবি দিয়ে অশ্লীল মেসেজ, সাইবার ক্রাইমের শিকার সাইবার ক্যাফের মালিক
সাইবার ক্রাইমের শিকার সাইবার ক্যাফের মালিক
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 4:47 PM

মালদা: অনলাইন প্রতারণা চক্রের শিকার সাইবার ক্যাফের মালিক। যুবকের ছবি নিয়ে অশ্লীল ম্যাসেজ, হুমকি, ব্ল্যাকমেইল। আত্মীয়-পরিজনদের কাছেও যাচ্ছে অশ্লীল মেসেজ। ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার যুবক, ভুগছেন মানসিক অবসাদে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানা পাড়ার বাসিন্দা অরিজিৎ রায়। কিছু দিন আগেই একটি সাইবার ক্যাফে খুলেছেন ওই যুবক। গত ৩১ শে জানুয়ারি অরিজিৎ রায় জানতে পারেন, তাঁর আত্মীয়দের কাছে একটি অনলাইন লোন এর থেকে তার নাম করে বিভিন্ন ফোন এবং মেসেজ আসছে। যেখানে বলা হচ্ছে অরিজিৎ রায় অনলাইনে লোন নিয়েছিলেন। সেই লোন পরিশোধের কথা বলা হচ্ছে তাঁর আত্মীয়দের। পরবর্তীতে অরিজিতের কাছে ফোন এবং মেসেজ আসতে থাকে। হুগো লোন নামে একটি অনলাইন অ্যাপ দাবি করে তাঁকে ৫০০০ টাকা পরিশোধ করতে হবে। হুমকির ভয়ে সেই সময় অরিজিৎ পাঁচ হাজার টাকা পাঠিয়েও দেয়। পরবর্তীতে তাঁরা আরও টাকা দাবি করতে থাকে।

অরিজিৎ স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানায় গোটা বিষয়টি জানান। থানা থেকে সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে বলা হলে, তিনি মালদা সাইবার ক্রাইমেও অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই সময় তাঁকে তাঁর ফোন নম্বর পরিবর্তন করার পরামর্শ দেয়। কিন্তু বিভিন্ন কারণে অরিজিত সেই ফোন নম্বর পরিবর্তন করতে পারেননি। গত একমাস ফোন এবং মেসেজ বন্ধ থাকার পর গত কয়েকদিন ধরে ক্রমাগত ফোন এবং মেসেজ ফের আসতে শুরু করেছে।

অরিজিতের দাবি, হুগো লোনের নাম করে তাঁর কাছে টাকা দাবি করা হচ্ছে। এমনকি তাঁর আধার এবং প্যান কার্ডের ছবিও পাঠানো হচ্ছে। আত্মীয়-স্বজনদের তাঁর নাম করে অশ্লীল ফোন এবং মেসেজ পাঠানো হচ্ছে। প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্তও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরকম অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অরিজিত এবং তাঁর পরিবার। রীতিমতো মানসিক অবসাদে ভুগছেন অরিজিৎ। তদন্তের মাধ্যমে পুলিশি পদক্ষেপের দাবি জানাচ্ছেন পরিবারের লোকেরা। ফের তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।