Panchayat Elections 2023: তৃণমূল কর্মীর মৃত্যু মালদহে, ‘লাগামহীন’ সন্ত্রাস ভোটের বাংলায়

Bengal Panchayat Election: পঞ্চায়েত ভোট ঘিরে কার্যত অগ্নিগর্ভ বাংলা। ভোটের ২৪ ঘণ্টা আগে শুক্রবার বালুটোলা ছিল কার্যত পুরুষশূন্য। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ছিল, আদৌ তাঁরা ভোট দিতে বেরোতে পারবেন কি না।

Panchayat Elections 2023: তৃণমূল কর্মীর মৃত্যু মালদহে, 'লাগামহীন' সন্ত্রাস ভোটের বাংলায়
হিংসার চিত্র মালদহেওImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 10:00 AM

মালদহ: শুক্রবার রাত থেকে দফায় দফায় হিংসার অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায়। গতকাল রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর এসেছে। তালিকায় রয়েছে মালদহের মানিকচকের গোপালপুরের বালুটোলাও। সেখানে কংগ্রেস ও তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ ওঠে। বোমাবাজি, গুলি চলে বলে অভিযোগ। তাতেই এক তৃণমূল কর্মীর মৃত্যু খবর পাওয়া গিয়েছে।  ৮ জন আহত হয়েছেন।

পঞ্চায়েত ভোট ঘিরে কার্যত অগ্নিগর্ভ বাংলা। ভোটের ২৪ ঘণ্টা আগে শুক্রবার বালুটোলা ছিল কার্যত পুরুষশূন্য। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ছিল, আদৌ তাঁরা ভোট দিতে বেরোতে পারবেন কি না। ভোট দিতে গেলে প্রাণসংশয়ও হতে পারে, ভয় ছিল মনে। সেই গ্রামেই শনিবার পড়ল লাশ, ঝরল প্রাণ।

জানা গিয়েছে, নিহতের নাম মালেক শেখ। তিনি তৃণমূল কর্মী। আহত ৮ জনকে মালদহের মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় এলাকায়। তবে এলাকাবাসীর অভিযোগ, ভোটের আবহে প্রচুর অস্ত্র মজুত করা হয়েছে গ্রামে। রয়েছে গুলি-বোমার স্তূপ। কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে কতটা সক্রিয়? যদিও এ নিয়ে তৃণমূল বা কংগ্রেসের তরফে কারও কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে বিরোধীরা বলছে, ভোটের বাংলা মনোনয়নপর্ব থেকেই হিংসা দেখেছে। ভোটের ২৪ ঘণ্টা আগে তা যেন আরও ‘লাগামহীন’।

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে