Panchayat Election: তপ্ত ভাঙড়ে আইএসএফের শক্তিক্ষয়, দল ছেড়ে তৃণমূলে ভিড়লেন প্রচুর কর্মী-সমর্থক

Panchayat Election: শনিবার সন্ধ্যায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভাঙড় ২ ব্লকের নিমকুড়িয়া গ্রামে তৃণমূলের নির্বাচনী সভার আয়োজন করা হয়। সূত্রের খবর, সেখানেই চলে এই যোগদান পর্ব।

Panchayat Election: তপ্ত ভাঙড়ে আইএসএফের শক্তিক্ষয়, দল ছেড়ে তৃণমূলে ভিড়লেন প্রচুর কর্মী-সমর্থক
চলছে যোগদান পর্ব Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 9:02 AM

ভাঙড়: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে (Bhangar)। লাগাতার সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে আইএসএফ (ISF) ও তৃণমূলের (Trinamool Congress) কর্মী সমর্থকদের। প্রাণ গিয়েছে দুই দলেরই একাধিক কর্মীর। এমনকি একদিন আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের মধ্যে ফের ঝামেলা হয় ভাঙড়ে। চলে বোমবাজি। এরইমধ্যে বড় ভাঙন আইএসএফ শিবিরে।  শনিবার সন্ধ্যায় আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০ জন কর্মী সমর্থক। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভাঙড় ২ ব্লকের নিমকুড়িয়া গ্রামে তৃণমূলের নির্বাচনী সভার আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায়। 

সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা, বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম-সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। সেখানেই আইএসএফের শানপুকুর অঞ্চলের ১৩৭ নম্বর বুথের সম্পাদক হাসান মোল্লা ও রাকিবুল মোল্লার নেতৃত্বে প্রায় ৫০ জন তৃণমূলে যোগদান করেন। আরাবুল-শওকতরাই তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এই যোগদান পর্ব নিয়েই এখন জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে। 

এ বিষয়ে শওকত মোল্লা বলেন, “নওশাদরা যে ভাঁওতাবাজি করছে তা ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছেন। উনি বিধায়ক হওয়ার পর থেকে বিধায়ক কোটায় কোনও কাজ করেননি। এখন মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাই আইএসএফ ছেড়ে আমাদের দিকে চলে আসছে।” তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি আইএসএফও। আইএসএফের ভাঙড় ২ ব্লক সভাপতি রাইনুর হক বলেন, “হাসান মোল্লা তো অনেকদিন থেকেই তৃণমূলে আছে। আমাদের দল থেকে এখন কেউ ওদের দলে যায়নি। ভোটের আগে আইএসএফ আমাদের কর্মীদের মনোবল ভাঙতেই ওরা এসব নাটক করছে।”