Panchayat Elections 2023: চাকরির দাবিতে আন্দোলনের সঙ্গেই পঞ্চায়েত ভোটের লড়াই, শাকদলের বিরুদ্ধে ময়দানে বাম প্রার্থী জিসান

Panchayat Elections 2023: মালদার গাজোল ব্লকের বৈরগাছি ১ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থ হিসাবে দাঁড়িয়েছেন তিনি। তা নিয়েই এখন জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।

Panchayat Elections 2023: চাকরির দাবিতে আন্দোলনের সঙ্গেই পঞ্চায়েত ভোটের লড়াই, শাকদলের বিরুদ্ধে ময়দানে বাম প্রার্থী জিসান
আন্দোলনে জিসানImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 3:39 PM

মালদা: লাগাতার চলছে আন্দোলন। কিন্তু, এখনও মেলেনি চাকরি। রাস্তাতেই দিন কাটছে হাজার হাজার চাকরিপ্রার্থীর। আন্দোলনকারীদের মধ্যেই ছিসেন জিসান আহমেদ। চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চেই কেটেছে তাঁর অগুনতি রাত। ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলের (Trinamool Congress) বিরুদ্ধে। ২০১৭ সালে টেট পাশ করেছেন তিনি। কিন্তু, এখনও পাননি চাকরি। এতদিন অরাজনৈতিক মঞ্চ থেকে লড়লেও এবার এই জিসানই একেবারে রাজনীতির ময়দানে। লড়ছেন পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023)। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে নতুন করে দিয়েছেন লড়াইয়ের ডাক। 

মালদার গাজোল ব্লকের বৈরগাছি ১ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থ হিসাবে দাঁড়িয়েছেন তিনি। তা নিয়েই এখন জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে। জিসানের দাবি, সমাজ বদলাতে সবার আগে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। রাজনীতির মঞ্চে আরও বেশি করে এগিয়ে আসতে হবে শিক্ষিত মানুষদের। বলছেন, “আজও বঞ্চিত চাকরি প্রার্থীরা। শিক্ষিত যুবক-যুবতীরা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন। অন্যদিকে গোটা রাজ্যেই নানা ক্ষেত্রে চলছে লাগামছাড়া দুর্নীতি। তাই এখন শিক্ষত মানুষদের এগিয়ে আসতে হবে বেশি করে। ধরতে হবে সমাজের হাল। চালাতে হবে রাজনৈতিক লড়াই।”

তবে পঞ্চায়েত ভোটের লড়াই চললেও এখনই তিনি চাকরি প্রার্থীদের আন্দোলন থেকে সরে আসছেন এমনটা নয়। স্পষ্ট বলছেন, ভোটের কাজ মিটলেই ফের যোগ দেবেন আন্দোলনে। প্রয়োজনে একইসঙ্গে চলবে দুটো আন্দোলন। অন্যদিকে এবারে আবার কুশবেড়িয়া পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র নেতা আনিস খানের দাদা সামসুদ্দিন খান। বাম প্রার্থী হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে।