উদ্ধার নিষিদ্ধ দ্রব্য, আগ্নেয়াস্ত্র
জলঙ্গি গ্রামের ঘোষপাড়ার টলটলি গ্রামের একটি বাঁশবাগানে হানা দেন আধিকারিকরা। সেখান থেকে ১০২ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, ৩ রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার কর পুলিস
TV9 বাংলা ডিজিটাল: নিষিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গি থানার পুলিস (Banned cough syrup Phensedyl)। গ্রেফতার করা হয়েছে মোট ৪ জনকে।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জলঙ্গি থানার পুলিস। জলঙ্গি গ্রামের ঘোষপাড়ার টলটলি গ্রামের একটি বাঁশবাগানে হানা দেন আধিকারিকরা। সেখান থেকে ১০২ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, ৩ রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার কর পুলিস (Banned cough syrup Phensedyl। গ্রেফতার করা হয় মশিউর রহমান, রিপন মণ্ডল, সীমাজ মণ্ডল হিটোন মণ্ডল নামে চার জনকে।
আরও পড়ুন: অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা
এই নিয়ে নিষিদ্ধ দ্রব্য উদ্ধারে আরও একবার বড় সাফল্য পেল জেলা পুলিস।