Congress: ভরসন্ধ্যায় দুই কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমা, উত্তপ্ত রানিনগর

Murshidabad: গুরুতর আহত অবস্থায় রিন্টু শেখকে প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Congress: ভরসন্ধ্যায় দুই কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমা, উত্তপ্ত রানিনগর
আহত কংগ্রেস কর্মী হাসপাতালে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 11:31 PM

মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদে বোমাবাজির অভিযোগ। রানিনগরে দুই কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতের ঘটনা। এদিন রাত ৯টা ১৫ নাগাদ ডেপুটিপাড়ায় ঘটনাটি ঘটেছে। আহতদের নাম রিন্টু শেখ ও পাইলট শেখ। রিন্টু এদিন বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমাবাজি হয়। এর কিছুক্ষণ পরেই পাইলট শেখকেও লক্ষ্য করেই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় রিন্টু শেখকে প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রিন্টু শেখের পরিবারের দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার পিছনে রয়েছে। ভোটের পর থেকে গ্রামের লোকজনের উপর অকথ্য অত্যাচার করছে। বাড়িতে গিয়ে হুমকিও দিয়েছে বলে অভিযোগ। এরইমধ্যে রবিবার সন্ধ্যায় রিন্টু বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। যদিও তৃণমূলের কারও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ভোটের আবহে বারবার উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের রানিনগর। মনোনয়নপর্ব থেকে অশান্তির আবহ এই জেলায়। জঙ্গিপুর, রানিনগর, ডোমকলের নাম উঠে এসেছে শিরোনামে। ভোট মিটলেও অশান্তি থামছে না। অন্যদিকে এদিনই সুতিতে তৃণমূলের বিদায়ী উপপ্রধানকে কোপ মারার অভিযোগ ওঠে। উমরাপুরে বিদায়ী উপপ্রধানকে হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ।  তাঁকে গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়।