Murshidabad: মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি যুবক, অনুপ্রবেশের গন্ধ পেতেই চিন্তায় গোয়েন্দারা
Murshidabad: মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকার ঘটনা। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মহম্মদ মেহেদি (২৬)। তার বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়।
মুর্শিদাবাদ: বাংলাদেশ নিয়ে চিন্তার শেষ নেই! কখনও বিএনপি তো কখনও একের পর এক কট্টরপন্থী নেতা, ভারত বিদ্বেষ ঝরে পড়ছে একেবারে মুড়ি-মুড়কির মতো। গোটা ভারত দখলেরও ডাক উঠে গিয়েছে। পাল্টা প্রতিরোধের বার্তা গিয়েছে এপার বাংলা থেকেও। মোটের উপর ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এই আবহে তপ্ত হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিও। অনুপ্রবেশ নিয়ে বাড়ছে চিন্তা। টহল বাড়িয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। তারপরেও বেশ কিছু বিচ্ছন্ন ঘটনায় উদ্বেগ বাড়ছেই।
এরইমধ্যে বুধবার এক বাংলাদেশি যুবককে পাকড়াও করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ। মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেফথার করা হয়েছে তাঁকে। ধৃত যুবকের নাম মহম্মদ মেহেদি (২৬)। পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ঠিক কোন উদ্দেশ্যে তিনি এপারে ঢুকেছিলেন, কীভাবেই বা বাংলাদেশের সীমান্ত পার করলেন তা খতিয়ে দেখছে সুতি থানার পুুলিশ।
বুধবারই তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, ধুলিয়ানের নানা প্রান্তে ওই যুবকের সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া গিয়েছে। জঙ্গি কার্যকলাপের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। কেন দেখার তাঁকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও চক্রের খোঁজ পাওয়া যায় কিনা!