Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM : মুর্শিদাবাদে শক্তিবৃদ্ধি বামেদের, প্রায় তিনশো কর্মী যোগ দিলেন সিপিএমে

CPIM : পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের সুতিতে শক্তিবৃদ্ধি সিপিআইএমের। শনিবার আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগ দিলেন সুতি বিধানসভা কেন্দ্রের পরাজিত নির্দল প্রার্থী এনামুল হক। তার সঙ্গেই যোগ দিলেন আরও তিনশো জন।

CPIM : মুর্শিদাবাদে শক্তিবৃদ্ধি বামেদের, প্রায় তিনশো কর্মী যোগ দিলেন সিপিএমে
পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে শক্তিবৃদ্ধি বামেদের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 8:52 PM

মুর্শিদাবাদ: সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী বাইরন বিশ্বাসের জয়ের পর থেকেই যেন নতুন করে পালে হাওয়া লেগেছে বাম শিবিরের। পঞ্চায়েত ভোটের আগে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর দিয়েছেন সেলিম-সুজন-বিমানরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তো ছিলই, বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্তে তৃণমূল ছেড়ে সিপিএমেও ভিড়তে দেখা গিয়েছে বহু মানুষকে। কয়েকদিন আগে নদিয়া জেলার তেহট্ট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় হয় বড় যোগদান পর্ব। শ্যামনগরের পঞ্চায়েত সদস্য নুরজাহান বিবি, তাঁর স্বামী হাবিব শেখ-সহ ৬০টি পরিবার সিপিআইএমে (CPIM) যোগ দেন। এবার পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের শক্তিবৃদ্ধি বামেদের। 

মুর্শিদাবাদের (Murshidabad) সুতিতে শক্তিবৃদ্ধি সিপিআইএমের। শনিবার আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগ দিলেন সুতি বিধানসভা কেন্দ্রের পরাজিত নির্দল প্রার্থী এনামুল হক। তাঁর নেতৃত্বে দলে যোগ দিলেন কয়েকশো কর্মী-সমর্থক। এদিন মুর্শিদাবাদের সুতির নেতাজি মোড়ে এক অনুষ্ঠান করে লাল ঝান্ডা তুলে দেওয়া হয় নবাগতদের হাতে। যোগদান পর্বে উপস্থিত ছিলেন সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহ রায়, অরঙ্গাবাদ এরিয়া কমিটির সম্পাদক জুলফিকার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সিপিএমে যোগ দিয়ে এনামুল হক বলেন, “অনেক পার্টিতে যেতে পারতাম। কিন্তু যাইনি। সিপিএমে যোগ দিলাম কারণ, এই পার্টিই পারে দেশের ভবিষ্যৎ বদলাতে। এলাকার উন্নয়ন করতে, গরীবদের পাশে দাঁড়াতে। আমার সঙ্গে আমার সঙ্গে প্রায় তিনশো কর্মী যোগ দিয়েছে। আগামীতে দলের সিদ্ধান্ত মেনে মানুষের পাশে থাকার কাজ করব।”