AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: এডুকেশন বিভাগে আসেনি অ্যাডমিট কার্ড, সঙ্কটে উচ্চ মাধ্য়মিক পরীক্ষার্থীরা

Murshidabad: কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ৪২জন ছাত্রী তাদের এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডে আসেনি এডুকেশন বিভাগের নাম। আর যে কারণেই তৈরি হয়েছে সঙ্কট। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের গাফিলতির কারণেই এই অ্যাডমিট কার্ডে নাম আসেনি।

Murshidabad: এডুকেশন বিভাগে আসেনি অ্যাডমিট কার্ড, সঙ্কটে উচ্চ মাধ্য়মিক পরীক্ষার্থীরা
উচ্চ মাধ্য়মিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2025 | 9:03 PM
Share

কান্দি: এবছর শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা চললেও এডুকেশন বিভাগে এখনও পর্যন্ত আসেনি অ্যাডমিট কার্ড। ফলে সঙ্কটে পড়ল পড়ুয়ারা। অবশেষে হস্তক্ষেপ গ্রহণ করল উচ্চ শিক্ষা দফতর। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছে ১৯৯জন। এবছর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হতেই অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পড়ুয়ারা। আর এখানেই তৈরি হয়েছে প্রবল সমস্যা।

জানা গিয়েছে, কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ৪২জন ছাত্রী তাদের এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডে আসেনি এডুকেশন বিভাগের নাম। আর যে কারণেই তৈরি হয়েছে সঙ্কট। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের গাফিলতির কারণেই এই অ্যাডমিট কার্ডে নাম আসেনি। আর যার কারণে পরীক্ষার আগের দিনে সঙ্কটে পড়ে পড়ুয়ারা। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিতে নারাজ হয়। আর তারপরেই বিষয়টি জানানো হয় কান্দি থানার আইসি মৃণাল সিনহাকে।

মৃণাল সিনহা তিনি তড়িঘড়ি কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি বিধায়ক অপূর্ব সরকার কে জানান। বৃহস্পতিবার বিকালে উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে বিষয়টি সমস্যা সমাধানের চেষ্টা করেন কান্দির বিধায়ক।

বৃহস্পতিবার সন্ধ্যায় উৎকন্ঠায় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের কাছে যান ৪২জন ছাত্রী ও অভিভাবকরা। দীর্ঘক্ষণ আলোচনা করার পর এবং উচ্চ শিক্ষা দফতরে বিধায়ক অপূর্ব সরকার তিনি সরাসরি থেকে বৈঠক করেন। এবং তারপরেই জানানো হয় শনিবার পরীক্ষা দিতে পারবে তারা।

কান্দি পৌরসভার চেয়ারম্যান তথা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জয়দেব ঘটক বলেন, “আমরা বিষয়টি জানার পরেই তড়িঘড়ি বিধায়ককে জানানো হয়। আজকে উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার তারা পরীক্ষা দিতে পারবেন। যদিও অ্যাডমিট কার্ডৈ সংশোধন হবে ২৩ সেপ্টেম্বর। কী কারণে ও কার গাফিলতির কারণে এই ছাত্রীদের পরীক্ষা অনিশ্চিয়তা তৈরি হয় তা তদন্ত দেখা হবে।”