Murshidabad: পুকুরের জলে নেমেছিলেন মহিলারা, তারপরই যা হাতে পেলেন গায়ে কাঁটা দিল সকলের
Murshidabad: পুলিশ সূত্রে খবর, তালোঙ্গা স্কুল এলাকায় একটি পুকুরে আজ গ্ৰামের মহিলারা স্নান করছিলেন। কিছুক্ষণ পর দেহটি ভেসে ওঠে। পরে গ্ৰামবাসী খবর দিলে বড়ঞা থানার পুলিশ দেহটি উদ্ধার করে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও অস্পষ্ট। ঘটনায় তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
মুর্শিদাবাদ: এই কয়েকদিন আগের ঘটনা। বালুরঘাটে বাজারের ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল সদ্যোজাত শিশু। আর এবার মুর্শিদাবাদ। তবে এখানে উদ্ধার হল পচা-গলা দেহ। কে বা কারা কেন এমন কাজ করল তা খোঁজ করছে পুলিশ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার তালোঙ্গা গ্ৰামে। সেখানে একটি পুকুর থেকে উদ্ধার হয় শিশুর মৃতদেহ। চিকিৎসকদের দাবি, চার মাস বয়স হবে ওই শিশুটির। বৃহস্পতিবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। তদন্তের স্বার্থে দেহটি বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, তালোঙ্গা স্কুল এলাকায় একটি পুকুরে আজ গ্ৰামের মহিলারা স্নান করছিলেন। কিছুক্ষণ পর দেহটি ভেসে ওঠে। পরে গ্ৰামবাসী খবর দিলে বড়ঞা থানার পুলিশ দেহটি উদ্ধার করে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও অস্পষ্ট। ঘটনায় তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। প্রসঙ্গত, গত ৫ তারিখ বালুরঘাটে পুরসভার ভাগার থেকে উদ্ধার সদ্যোজাত শিশু। বাজার করা ব্যাগের মধ্যে থেকে সদ্যোজাতকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। সন্ধেয় বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শিশুটিকে ব্যাগে করে থানায় নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়।