Abhishek Banerjee: সাগরদিঘির হারের পর প্রথম মুর্শিদাবাদ সফর, জনতার উদ্দেশে গোলাপবৃষ্টি অভিষেকের

Murshidabad: লালগোলায় অস্থায়ী তাঁবু থেকে যখন অভিষেক বেরোলেন, গুগল জানাচ্ছে দিনের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা সওয়া ১২টা। ভগবানগোলার রাস্তা ধরল অভিষেকের কনভয়।

Abhishek Banerjee: সাগরদিঘির হারের পর প্রথম মুর্শিদাবাদ সফর, জনতার উদ্দেশে গোলাপবৃষ্টি অভিষেকের
জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 10:16 PM

মুর্শিদাবাদ: টানা জনসংযোগ করছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তরবঙ্গের জেলাসফর শেষে এবার দক্ষিণবঙ্গে ‘নবজোয়ার’ তৃণমূলের। শনিবারও মুর্শিদাবাদ জেলায় তিনি। ছোট ছোট সভার পাশাপাশি জনসংযোগও করছেন তিনি। ঘুরছেন গ্রামে, গ্রামে। সন্ধ্যায় নির্দিষ্ট শিবিরে বসছে অধিবেশন। এদিন অভিষেককে দেখা গেল গোলাপবৃষ্টি করতে। জনস্রোতের দিকে গোলাপের পাপড়ি ছুড়ে হাত জোড় করে প্রণাম করলেন তিনি। রাস্তার দু’ধারে তখন উপচে পড়ছে মানুষের ভিড়। শুক্রবার দুপুর থেকে মুর্শিদাবাদের মানুষের জনস্রোত আপ্লুত করেছে তাঁকে। তাঁর শরীরী ভাষা আর চোখে মুখে খুশির ঝলক বারবার সে কথাই ফুটিয়ে তুলছিল। মুর্শিদাবাদের মাটিতে সাগরদিঘির ক্ষতে প্রলেপ দিল যে জনস্রোত, এবার সেই জনতার দিকে ফুলবৃষ্টির করে কৃতজ্ঞতা জানালেন অভিষেক। সাক্ষী থাকল ঐতিহাসিক কাটরা মসজিদ।

লালগোলায় অস্থায়ী তাঁবু থেকে যখন অভিষেক বেরোলেন, গুগল জানাচ্ছে দিনের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা সওয়া ১২টা। ভগবানগোলার রাস্তা ধরল অভিষেকের কনভয়। এমনিতেই ছোটো রাস্তা। দু’পাশের লোকের ভিড়ে যেন আরও সঙ্কীর্ণ মনে হচ্ছে। সামনেই কাটরা মসজিদ। গাড়ির ছাদের দরজা খুলে উঠে বসলেন অভিষেক। পরণে কালো টিশার্ট। ডান হাতে স্মার্ট ওয়াচ। এগোচ্ছে গাড়ি, হাত নাড়তে নাড়তে চলেছেন অভিষেক। এরপরই মুঠো মুঠো গোলাপের পাপড়ি ছুড়ে দিলেন সমবেত জনতার দিকে।

মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে বহরমপুর পূর্ব ব্লকে আরও একটি রোড শো করেন অভিষেক। মানুষের ভিড়ে পা ফেলা দায়। দৌলতাবাদ থেকে সেই মিছিল স্থানীয় থানা পর্যন্ত চলে। পাল্লা দিয়ে চলে উচ্ছ্বাস। অভিষেকের নামে জয়ধ্বনি দিয়ে সাদা পায়রা ওড়ান এক উৎসাহী সমর্থক। রোদের তেজ যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে উৎসাহীদের ভিড়ও। শুধু রাস্তা নয়, রাস্তার ধারের দোকান, বাড়ির ছাদেও উপচে পড়া ভিড়।