West Bengal Panchayat Elections 2023: ভোটের দিন হাঁসুয়ার কোপ মারার অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে, সোমবার মৃত্যু তৃণমূল কর্মীর

West Bengal Panchayat Elections 2023: সূত্রের খবর, মৃতের নাম মইদুল শেখ (৪৫)। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ বড় শিমুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন। ভোটের দিন কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূলের কয়েকজন কর্মীর সংঘর্ষ হয়।

West Bengal Panchayat Elections 2023: ভোটের দিন হাঁসুয়ার কোপ মারার অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে, সোমবার মৃত্যু তৃণমূল কর্মীর
মইদুল শেখImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 1:12 PM

রঘুনাথগঞ্জ: পঞ্চায়েত ভোটের বলির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ফের মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। শনিবার অর্থাৎ ভোটের দিন আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এনআরএস-এ। সোমবার মৃত্যু হয় তাঁর।

সূত্রের খবর, মৃতের নাম মইদুল শেখ (৪৫)। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ বড় শিমুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন। ভোটের দিন কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূলের কয়েকজন কর্মীর সংঘর্ষ হয়। অভিযোগ, তখনই মইদুলের উপর আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। লাঠি দিয়ে মারধর করা হয় তাঁকে। গুরুতর জখম হন মইদুল ও আরও একজন তৃণমূল কর্মী।

প্রথমে তাঁকে উদ্ধার করে নিয়ে দেওয়া হয় স্থানীয় রঘুনাথগঞ্জ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই এনআরএস-এ ভর্তি করা হয়। এরপর আজ সকালে মৃত্যু হয় মইদুলের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্যজনও।

মৃতের স্ত্রী ফতেমা বিবি বলেন, “আমার স্বামী তৃণমূল করতেন। ওই ও ভোট দিতে যাচ্ছিল। তখন হাঁসোয়ার কোপ মারে কংগ্রেসের লোকজন। আর বেঁচে ফিরল না। বাড়িতে পাঁচটা ছোট বাচ্চা রয়েছে। কীভাবে চলবে আমাদের?”