WB Panchayat Election: হুমকি দিচ্ছে শাসকদল, ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ
বিরোধী দলের কর্মী-সমর্থকদের অভিযোগ, তাঁদের বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত করছেন। এর জেরে তাঁরা কেউ ভোট দিতে যেতে পারছেন না।
রানিনগর: মুর্শিদাবাদ জেলার রানিনগর ২ নম্বর ব্লকের মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে চলছে পুনর্নির্বাচন। সেখানকার চুয়াপাড়া এলাকায় বিরোধীদের ভয় দেখানো ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিরোধী দলের কর্মী-সমর্থকদের অভিযোগ, তাঁদের বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত করছেন। এর জেরে তাঁরা কেউ ভোট দিতে যেতে পারছেন না। বিরোধী দলের কর্মী সমর্থক এবং সাধারন মানুষ জানালেন, ভোট দিতে গেলে মাঝপথ থেকে আগ্নেয়াস্ত্র এবং লাঠি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আতঙ্কিত সাধারণ মানুষ এ ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুললেন। এরপরই কাঁদতে কাঁদতে ছুটে এলেন পঞ্চায়েত সমিতির জোট প্রার্থী আয়েশা সিদ্দিকি।
ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে আয়েশা বললেন, “কাউকে ভোট দিতে যেতে দিচ্ছে না এরা। বাড়ি বাড়ি গিয়ে রাতে হুমকি দিয়েছে। সকাল থেকে হুমকি দিচ্ছে।” তিনি সবার কাছে হাতজোড় করে আর্জি করছেন ভোটটা দিন। যাকে খুশি তাঁকে ভোটটা দিন। কিন্তু দয়া করে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কিন্তু তাঁর আর্জিতেও আতঙ্কিত সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে চাইছেন না।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। তার পর আশপাশের ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকা তৃণমূলকর্মীদের তাড়া করে পুলিশ। পুলিশ দেশেই পালিয়ে যায় তৃণমূলের কর্মী সমর্থকরা। গোটা এলাকায় এখন পুলিশ ঘিরে রেখেছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে ভোটকেন্দ্রে পাঠানোর চেষ্টা করছে প্রশাসন।