৫ বছরেই স্ত্রী পুরনো, নোংরা নজর পড়েছিল শ্যালিকার উপরে! তাঁকে পেতে যুবকের ভয়ঙ্কর কীর্তি, এমনটা কল্পনাতেও আসবে না…
Attempt to Murder: পরিকল্পনা অনুযায়ী, অভিযুক্ত যুবক ৮ মার্চ স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফেরত আনতে গিয়েছিল। ফেরার সময় রাস্তার ধারে বাইক দাঁড় করায়। কিরণ বাইক থেকে নামতেই পিছন থেকে একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

লখনউ: তেল ভরতে বাইক দাঁড় করিয়েছিলেন, স্ত্রীকে চাপা দিয়ে চলে গেল গাড়ি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও মৃত বলে ঘোষণা করেছিল। এতদূর অবধি সব প্ল্যান সেট ছিল। ভেস্তে গেল একটা ভুলে। ‘মৃত’ স্ত্রী বেঁচে উঠল। আর তাতেই সব শেষ। স্বামীর সব প্ল্যান ফাঁস হয়ে গেল।
স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। জেরায় জানা গিয়েছে, ওই যুবক স্ত্রীকে খুন করে শ্যালিকাকে বিয়ে করার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ীই গোটা প্ল্যান তৈরি করে। মদত দিয়েছিল বন্ধু। সে-ই গাড়ি দিয়ে চাপা দিয়েছিল অভিযুক্ত যুবকের স্ত্রীকে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বিজনৌরে। অঙ্কিত কুমার নামক এক যুবক তাঁর স্ত্রী কিরণকে গাড়ি চাপা দিয়ে মারার পরিকল্পনা করেছিল। তাঁর বন্ধু সচিন কুমার তাঁকে এই পরিকল্পনায় মদত দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, অভিযুক্ত যুবক ৮ মার্চ স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফেরত আনতে গিয়েছিল। ফেরার সময় রাস্তার ধারে বাইক দাঁড় করায়। কিরণ বাইক থেকে নামতেই পিছন থেকে একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
#BijnorPolice थाना नगीना देहात पुलिस द्वारा मु0अ0सं0 50/25 धारा 103(1) / 238(क) / 61(2) बीएनएस से सम्बन्धित 02 अभियुक्तों को हत्या की घटना में प्रयुक्त गाडी सहित किया गिरफ्तार । #UPPolice pic.twitter.com/iIhduHbHZN
— Bijnor Police (@bijnorpolice) March 24, 2025
হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরাও ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেছিল। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় এখান থেকেই। অভিযুক্ত যুবক যখন থানায় বয়ান দিতে গিয়েছিল, সেই সময় যুবতীর শরীর সাড় দেয়। ফের চিকিৎসা শুরু হয়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবতী।
এদিকে, অভিযুক্ত যুবকের বয়ান অনুযায়ী পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে ঘাতক গাড়ির নম্বর সার্চ করলে সচিন কুমারের নাম পাওয়া যায়। ওই যুবককে গ্রেফতার করা হলে জেরায় সে সব সত্যি উগরে দেয়। জানায়, বন্ধুর কথাতেই তাঁর স্ত্রীকে গাড়ি চাপা দিয়েছিল।
এরপর মূল অভিযুক্ত অঙ্কিত কুমারকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় অভিযুক্ত জানায়, তাঁর ৫ বছর বিয়ে হয়েছে। কোনও সন্তান নেই তাঁদের। বিগত কয়েক বছর ধরেই স্ত্রীর বদলে তাঁর শ্যালিকাকে পছন্দ ছিল। এমনকী, শ্যালিকাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সে খারিজ করে দেয়। এরপরই ‘পথের কাঁটা’ স্ত্রীকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে।





