Durga Puja 2025: আগের বছর হয়নি, তবে এবারও ধানতলায় হচ্ছে বড় দুর্গা
পুজো উদ্যোক্তা বলেন, "এখানে পুজো হচ্ছে। আর প্রশাসন এবং সরকারের সহযোগিতায় পুজো হচ্ছে। এটা টেকনিক্যাল ইস্যু। সেটা মিটিয়ে আবার তুলে ধরা হবে। আগেরবারের আর্ট যে শিল্প সাধারণ মানুষ দেখতে পাননি এবার সেটা হবে। এর থেকে সুখের আর কিছু হতে পারে না।"

নদিয়া: মনে আছে গতবারের (২০২৪) কথা? নদিয়ার কামালপুরে ১১২ ফুটের দুর্গা তৈরিতে বাধা দিয়েছিল পুলিশ-প্রশাসন। কোর্ট-কাছারি পর্যন্ত হয়েছিল। শেষে পুজো করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পুজো উদ্যোক্তরা। সেই কামালপুরে এবারও বড় দুর্গা তৈরি করছে। এবারও কি নতুন জট তৈরি হচ্ছে?
জানা যাচ্ছে, এবার ধানতলায় প্রায় ৯০ থেকে ১০০ ফুটের দুর্গা তৈরির ভাবনা। আর এবার কংক্রিটের তৈরি লোহার মণ্ডপ বানিয়েছেন পুজো উদ্যোক্তরা। আর উঁচু প্রতিমা তুলতেই ফের হাজির পুলিশ। এবারও প্রশাসনের বক্তব্য, এত উঁচু প্রতিমার পুজো করতে দেওয়া হবে না। জানিয়ে দেওয়া হয়েছে, পুজো উদ্যোক্তরা পুজো করতে পারবেন, কিন্তু উচ্চতা কমাতে হবে।
পুজো উদ্যোক্তা বলেন, “এখানে পুজো হচ্ছে। আর প্রশাসন এবং সরকারের সহযোগিতায় পুজো হচ্ছে। এটা টেকনিক্যাল ইস্যু। সেটা মিটিয়ে আবার তুলে ধরা হবে। আগেরবারের আর্ট যে শিল্প সাধারণ মানুষ দেখতে পাননি এবার সেটা হবে। এর থেকে সুখের আর কিছু হতে পারে না।” প্রসঙ্গত, কামালপুরের ধানতলা এলাকায় কামালপুরের অভিযান সংঘ ১১২ ফুটের বিশাল প্রতিমার পুজো করে সকলের নজর কাড়তে চেয়েছিল। কিন্তু বাধ সেধেছিল সরকার। পুজো যাতে হয় উদ্যোক্তরা সব রকম চেষ্টা করেছিল। কিন্তু শেষমেশ হয়নি। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। পুজো করতে চেয়ে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। কিন্তু তাতেও বিশেষ সুবিধা হয়নি। তবে এবার নতুন রূপে ফিরছে তারা।
