Civic Volunteer: সিভিককে শাসিয়ে গ্রেফতার শাসকদলের কাউন্সিলর-সহ ৪
Nadia Arrest: অভিযোগ, গাড়িটি দাঁড় করানোর পরই দুর্ব্যবহার শুরু করেন কাউন্সিলর। গাড়ি থেকে নেমে ওই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে শাসানি এবং পরে ধাক্কাধাক্কি দিতে থাকেন কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও-সহ সকলেই
নদিয়া: সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। গ্রেফতার কাউন্সিলর-সহ ৪ জন। ১২ নম্বর জাতীয় সড়কে প্রকাশ্যে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে শাসানি ও শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর ও তৃণমূলের জেলা কমিটির সদস্যে সহ চার জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাট থানার বেগোপাড়ার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণী থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রাণাঘাট অভিমুখে একটি চার চাকার গাড়ি যাচ্ছিল। সেইসময় বেগোপড়ার কাছে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার যানবাহন নিয়ন্ত্রণের জন্য গাড়িটিকে আটকায়। ওই গাড়িতে ছিলেন কল্যাণী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও, রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য রঞ্জিত দাস-সহ চারজন।
অভিযোগ, গাড়িটি দাঁড় করানোর পরই দুর্ব্যবহার শুরু করেন কাউন্সিলর। গাড়ি থেকে নেমে ওই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে শাসানি এবং পরে ধাক্কাধাক্কি দিতে থাকেন কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও-সহ সকলেই। কিছু সময়ের মধ্যে স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে বেগতিক বুঝে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজনই গাড়িটিকে আটকায়। রাণাঘাট থানায় খবর পৌঁছালে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে।
যদিও কাউন্সিলর লক্ষ্মী ওরাওয়ের সাফাই, ওই সিভিক ভলান্টিয়ার প্রথমে তাঁদের গালিগালাজ করেছে। তাতেই মেজাজ হারান তিনি। তবে ভলান্টিয়ারকে মারধর করার প্রসঙ্গ অস্বীকার করেন তিনি। ধৃতদের রাণাঘাট মহকুমা আদালতে তোলা হয়।