Nadia: জগদ্ধাত্রী পুজোর চাঁদা ৫ হাজার, দিতে না পারায় বাড়িঘর ভেঙে দিল ক্লাব

Nadia: ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকা। সেখানেই বসবাস করেন টুলু দেবনাথ ও তাঁর পরিস্থিতি। জগদ্ধাত্রী পুজোর জন্য এলাকার ক্লাবের (নবারুণ সংঘ) দাবি তাদের পাঁচ হাজার টাকা দিতে হবে। সেই টাকা দিতে অস্বীকার করায় মধ্য রাতে টুলুবাবুর বাড়িতে ঢোকেন।

Nadia: জগদ্ধাত্রী পুজোর চাঁদা ৫ হাজার, দিতে না পারায় বাড়িঘর ভেঙে দিল ক্লাব
আহত ব্যক্তি ভর্তি হাসপাতালে Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 12:51 PM

নদিয়া: এ যেন মহেশতলার ছায়া নদিয়ায়। জগদ্ধাত্রী পুজোর চাঁদা পাঁচ হাজার টাকা। আর সেই চাঁদা দিতে না পারায় ক্লাব সদস্যদের হুজ্জুতি। রাত্রিবেলা বাড়িতে ঢুকে এলাকার বাসিন্দার ঘরে ভাঙচুরের অভিযোগ। শুধু তাই নয়, পরিবারের সদস্যদেরও বেধড়ক মারধর। মারের আঘাতে বর্তমানে কয়েকজন ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনায় ক্লাব সদস্যদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকা। সেখানেই বসবাস করেন টুলু দেবনাথ ও তাঁর পরিস্থিতি। জগদ্ধাত্রী পুজোর জন্য এলাকার ক্লাবের (নবারুণ সংঘ) দাবি তাদের পাঁচ হাজার টাকা দিতে হবে। সেই টাকা দিতে অস্বীকার করায় মধ্য রাতে টুলুবাবুর বাড়িতে ঢোকেন। অভিযোগ, তাঁদের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। ঘটনার ছবি মোবাইলে রেকর্ড করতে গেলে সেই ফোনও কেড়ে নেওয়া হয়।

এই ঘটনার পর হাসপাতালে ভর্তি তিনজন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। টুলু দেবনাথ বলেন, “স্থানীয় ক্লাব আমাদের থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চেয়েছিল। টাকা দিতে না পারায় বাড়িতে অত্যাচার করেছে। ভাঙচুর করেছে। মেয়েদের গায়ে হাত দিয়েছে। ঘরের মন্দির ভেঙে দিয়ে গিয়েছে। পুলিশ এসেছিল বলছে আগে চিকিৎসা করুন তারপর অভিযোগ জানাবেন।”

প্রসঙ্গত, কালীপুজোর সময় একই ঘটনা প্রকাশ্যে আসে মহেশতলা থেকে। মহেশতলার এক ফুচকা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে। সেই টাকা দিতে না পারায় ফের ওই ব্যবসায়ী ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।