Krishnanagar Election 2024 Result : ফের সংসদে মহুয়া, কৃষ্ণনগরে হারলেন বিজেপির অমৃতা
West Bengal Krishnanagar Election Result 2024: উনিশের লোকসভা নির্বাচনে মূলত লড়াই হয়েছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে। দুই ফুলের লড়াইয়ের মাঝে অনেকটাই পিছনে ছিল সিপিএম। চব্বিশের নির্বাচনের প্রচারে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে বিরোধীরা। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। চব্বিশের নির্বাচনের ফল অবশ্য গেল মহুয়ার পক্ষে। ৫৬ হাজার ৭০৫ ভোটের ব্যবধানে জিতে ফের সংসদে যাচ্ছেন মহুয়া মৈত্র।
পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
দার্জিলিং || জলপাইগুড়ি || আলিপুরদুয়ার || কোচবিহার || রায়গঞ্জ || বালুরঘাট || মালদা উত্তর || মালদা দক্ষিণ || জঙ্গিপুর || মুর্শিদাবাদ || বহরমপুর || কৃষ্ণনগর || রানাঘাট || বর্ধমান পূর্ব || বর্ধমান-দুর্গাপুর || আসানসোল || বোলপুর || বীরভূম || বাঁকুড়া || বিষ্ণপুর || ঝাড়গ্রাম || মেদিনীপুর || ঘাটাল || পুরুলিয়া || তমলুক || কাঁথি || আরামবাগ || হুগলি || শ্রীরামপুর || উলুবেড়িয়া || হাওড়া || বনগাঁ || জয়নগর || মথুরাপুর || বসিরহাট || ব্যারাকপুর || দমদম || বারাসত || ডায়মন্ড হারবার || কলকাতা উত্তর || কলকাতা দক্ষিণ|| যাদবপুর |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
কৃষ্ণনগর: দীর্ঘদিন ছিল বামেদের দুর্গ। সত্যব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এখানে পদ্মফুলও ফুটেছিল একবার। আর এখন তৃণমূলের দখলে কৃষ্ণনগর। এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে বিজেপি একটি আসন পায়। তৃণমূল জেতে ৬টি আসন। উনিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে এখানে জেতেন মহুয়া মৈত্র। তবে চব্বিশের নির্বাচনের কয়েকমাস আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। এবার ফের তাঁকে টিকিট দেয় তৃণমূল। কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়কে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করে এস এম সাদিকে। কৃষ্ণনগরে প্রেস্টিজ ফাইটে শেষ হাসি হাসলেন মহুয়াই। দেখে নিন কে কত ভোট পেলেন।
কৃষ্ণনগর:
দল | প্রার্থী | রাউন্ড | প্রাপ্ত ভোট | এগিয়ে/পিছিয়ে | ভোট শতাংশ |
তৃণমূল | মহুয়া মৈত্র | ৬২৮৭৮৯ | জয়ী | ৪৪.১ | |
বিজেপি | অমৃতা রায় | ৫৭২০৮৪ | পরাজিত | ৪০.১৩ | |
সিপিএম | এস এম সাদি | ১৮০২০১ | পরাজিত | ১২.৬৪ |
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | সিপিএম | বিজেপি | তৃণমূল |
২০১৯ | তেহট্ট | ১৮,০৮৭ | ৮৯,৪৩০ | ৮৭,৩৬৯ |
২০২১ | তেহট্ট | ২৩,২৩৯ | ৯০,৯৩৩ | ৯৭,৮৪৮ |
২০১৯ | পলাশিপাড়া | ২০,৬০৫ | ৫৯,১৩৫ | ৯৫,১৯৫ |
২০২১ | পলাশিপাড়া | ২৬,২২৮ | ৫৮,৯৩৮ | ১,১০,২৭৪ |
২০১৯ | কালীগঞ্জ | ১৮,৯৩২ | ৬২,৬১১ | ৯৯,৮৩৯ |
২০২১ | কালীগঞ্জ | ২৫,০৭৬ (কংগ্রেস) | ৬৪,৭০৯ | ১,১১,৬৯৬ |
২০১৯ | নাকাশিপাড়া | ১৫,৯৭৮ | ৮২,৮১৩ | ৮৭,৮৯৩ |
২০২১ | নাকাশিপাড়া | ৫,৩৬৫ | ৮৩,৫৪১ | ১,০৪,৮১২ |
২০১৯ | চাপড়া | ২০,৩২৪ | ৫৫,৬০৩ | ১,০৪,৯৭৫ |
২০২১ | চাপড়া | ১১,৭২২ | ৫৮,১৬৮ | ৭৩,৮৬৬ |
২০১৯ | কৃষ্ণনগর উত্তর | ১০,৫০৬ | ১,১৫,৮৭৫ | ৬২,৩২৪ |
২০২১ | কৃষ্ণনগর উত্তর | ১১,৪০৭ (কংগ্রেস) | ১,০৯,৩৫৭ | ৭৪,২৬৮ |
২০১৯ | কৃষ্ণনগর দক্ষিণ | ১৫,৫৮৪ | ৮২,৭৮১ | ৭৬,০৫৭ |
২০২১ | কৃষ্ণনগর দক্ষিণ | ১৫,৬০৬ | ৮২,৪৩৩ | ৯১,৭৩৮ |