পরপর দু’টি গুলি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী
টনাটি ঘটেছে নদিয়ার (Nadia) পণ্ডিতপুরো এলাকায়।
নদিয়া: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) পণ্ডিতপুরো এলাকায়। মৃতদের নাম সানোয়ার মণ্ডল (৩৬) ও মাখোনা বিবি (২৭)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল৷ মঙ্গলবার সন্ধ্যায় তা চরমে ওঠে৷ স্থানীয়দের বক্তব্য, চিৎকারের মধ্যেই হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পান তাঁরা। কিছু আঁচ করার আগেই আরও একটি গুলির শব্দ। শব্দের উৎস খুঁজে সানোয়ারদের বাড়িতে চলে আসেন প্রতিবেশীরা।
তাঁদের বক্তব্য অনুযায়ী, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মাখোনা। রক্তে ভেসে যাচ্ছিল মাটি। আর তার অদূরেই পড়ে ছিল সানোয়ারের দেহ। তাঁদের উদ্ধার করে নতিডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দাম্পত্য কলহে স্ত্রীকে গুলি করে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী।
আরও পড়ুন: আরও ভয়াবহ পরিস্থিতি বাংলায়! করোনা সংক্রমণে লাফিয়ে বাড়ছে মৃত্যু, কড়া পদক্ষেপ রাজ্যের
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে থানারপাড়া থানার পুলিশ ৷ খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।