Nawsad siddique: ‘আই নো ভেরি ওয়েল’, মেলায় গিয়ে বেজায় চটলেন নওশাদ, কেন?
Nawsad siddique: জানা গিয়েছে, মেলা প্রাঙ্গন পরিদর্শনের করার সময় নওশাদের সামনে মন্ত্রী বেচারাম মান্নার নাম করে স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ।
হরিপাল: কবরস্থানের জমিতে মেলার অভিযোগ। খতিয়ে দেখতে গিয়ে তৃণমূলের স্লোগানের মুখে পড়লেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা জড়ালেন বিধায়ক। মঙ্গলবার বিকালে হরিপালের অঙ্কপাড়ায় কবর স্থানের জমির উপর মেলা করার অভিযোগ পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে যান বিধায়ক নওশাদ সিদ্দিকি।
জানা গিয়েছে, মেলা প্রাঙ্গন পরিদর্শনের করার সময় নওশাদের সামনে মন্ত্রী বেচারাম মান্নার নাম করে স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। তাঁকে বলতে শোনা যায়, “এখানে আমি রাজনীতি করতে আসিনি। আই নো ভেরি ওয়েল। ভাল করে জানি। আমি কি কিছু বলেছি? তারপরও কেন পার্টির স্লোগান দিচ্ছে?”
নওশাদের দাবি এলাকার পরিস্থিতি জটিল করার জন্য রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে। তিনি বলেন, “কবর স্থানের উপর মেলা করার অভিযোগ পেয়ে পরিস্থিতি পরিদর্শন করতে আসি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।” যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব সন্দীপ রায় বলেন, “দীর্ঘ কয়েক দশক ধরে এখানে মেলা হয়। মেলা বন্ধ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। এখানে কোনও রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি।”