তৃণমূল ভবনে লক্ষ্মী পেঁচা উদ্ধার হয়, বিজেপি অফিসের ওপরে কাকও ওড়ে না: জ্যোতিপ্রিয়

BJP অফিসের ওপর দিয়ে কাকও উড়ে যায় না, ব্যঙ্গাত্মক মন্তব্য রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (TMC Minister Jyotipriya Mallick)

তৃণমূল ভবনে লক্ষ্মী পেঁচা উদ্ধার হয়, বিজেপি অফিসের ওপরে কাকও ওড়ে না: জ্যোতিপ্রিয়
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 9:39 PM

উত্তর ২৪ পরগনা: তিলজলার তৃণমূল ভবন (TMC Bhawan) ভাঙার কাজ শুরু হয়েছে। সেখানে শুক্রবার একটি মুভার্স ও প্যাকার্স সংস্থার কর্মীরা নথিপত্র সরাতে গিয়ে উদ্ধার করেন একটি লক্ষ্মী পেঁচা (barn owl)! আর এ নিয়েই রাজ্যের প্রধান বিরোধী দলকে খোঁচা দিলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Joytipriya Mallik)। বললেন, তৃণমূল ভবনে লক্ষ্মী পেঁচা পাওয়া যায়। আর বিজেপি (BJP) পার্টি অফিসের ওপর দিয়ে কাকও উড়ে যায় না।

শনিবার উত্তর ২৪ পরগনার হাবরায় একটি অনুষ্ঠান হাজির হয়েছিলেন জ্যোতিপ্রিয়। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি (BJP) কে আক্রমণে নামেন মন্ত্রী। তাঁর কথায়,”আমাদের মা কাকিমা ঠাকুমারা বলে গিয়েছেন লক্ষ্মীপেঁচা যেখানে থাকে সেই পরিবারের সমৃদ্ধি হয়। তাই আগামী ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গঠনে যে নীতিনির্ধারক হবে তারই ইঙ্গিত এই লক্ষ্মী পেঁচা।” তার পরেই বিজেপিকে বিঁধে জ্যোতিপ্রিয়র মন্তব্য, তৃণমূল ভবনে লক্ষ্মী পেঁচা আসে। আর বিজিপি দফতরের ওপর দিয়ে কাকও ওড়ে না।

আরও পড়ুন: West Bengal Covid 19 Update: দুই পরগনায় মৃত্যু বাড়ল আচমকাই, একটি জেলায় আক্রান্ত মাত্র ১, আরও কমল সংক্রমণ 

একুশের ভোটে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে সর্বভারতীয় স্তরে সংগঠনকে জোরদার করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে বদলে যাচ্ছে তৃণমূল ভবনের সজ্জাও। গত ৫ জুন তৃণমূল ভবনকে ঢেলে সাজানোর ওপরও জোর দেন তিনি। এখন ভবন থেকে জিনিসপত্র সরানোর কাজ চলছে জোরকদমে। আর সেই জিনিস সরাতে গিয়েই শুক্রবার দফতরের চিলেকোঠা থেকে উদ্ধার হয় একটি লক্ষ্মী পেঁচা। তা নিয়েই বিজেপিকে কটাক্ষ রাজ্যর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।