Sandeshkahli: উত্তম সর্দার আদালতে, অথচ কেস ডায়েরিই আনেনি পুলিশ? হল না শুনানি…

Basirhat: রবিবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে স্বাস্থ্যপরীক্ষা করে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয় উত্তম সর্দার ও বিকাশ সিংকে। কোর্ট লকআপে রাখা হয় তাঁদের। এদিকে তখনও তাঁকে প্রয়োজনীয় নথি যা আদালতে পেশ করা হবে তা এসে পৌঁছয়নি। এ নিয়ে কোর্টরুমে আইনজীবীরা উষ্মা প্রকাশ করেন বলে অভিযোগ।

Sandeshkahli: উত্তম সর্দার আদালতে, অথচ কেস ডায়েরিই আনেনি পুলিশ? হল না শুনানি...
আদালতে এদিন নজিরবিহীন ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2024 | 11:50 PM

বসিরহাট: সন্দেশখলিকাণ্ডে আবারও পুলিশের বেনজির গাফিলতির অভিযোগ উঠল। যার জেরে রবিবার বসিরহাট আদালতে শুনানিই হল না ধৃত উত্তম সর্দার ও বিকাশ সিংয়ের মামলার। কেস ডায়েরি, এফআইআর ছাড়াই অভিযুক্তদের আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। নথি ছাড়া অভিযুক্তদের পাঠানোয় বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। গোটা বিষয় জানানো হয় ম্যাজিস্ট্রেটকে। এদিকে নির্ধারিত সময়ের অনেক পরে আদালতে নথি নিয়ে পৌঁছয় পুলিশ। ফলে এদিন আর শুনানি হয়নি। বদলে ধৃত উত্তম ও বিকাশের সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সোমবার শুনানি হবে।

রবিবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে স্বাস্থ্যপরীক্ষা করে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয় উত্তম সর্দার ও বিকাশ সিংকে। কোর্ট লকআপে রাখা হয় তাঁদের। এদিকে তখনও তাঁকে প্রয়োজনীয় নথি যা আদালতে পেশ করা হবে তা এসে পৌঁছয়নি। এ নিয়ে কোর্টরুমে আইনজীবীরা উষ্মা প্রকাশ করেন বলে অভিযোগ।

এরপরই শুনানিতে অংশ নিতে বেঁকে বসেন আইনজীবীরা। দীর্ঘ সময় পার করে সন্ধ্যা ৬টা নাগাদ বিচারক জানিয়ে দেন, একদিনের জেল হেফাজতে থাকতে হবে উত্তম সর্দার ও বিকাশ সিংকে। সোমবার ফের তাঁদের আদালতে পেশ করতে হবে।

এদিকে প্রতিবাদে এদিন আইনজীবীদের একাংশ বসিরহাট মহাকুমা আদালতে বিক্ষোভ দেখান। আইনজীবীদের বক্তব্য, অভিযুক্তদের আদালতে তোলা হচ্ছে। অথচ পুলিশ কোনও কাগজপত্র ছাড়াই লকআপে বসিয়ে রাখল। বসিরহাট এসিজেএম আদালতের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, সন্দেশখালি থানা নাটক করছে। বিচারককে তা তাঁরা জানিয়েছেন।