North 24 Pargana: স্কুলের মাঠে মেয়েদের কু-প্রস্তাব, প্রতিবাদ করতেই ধুন্ধুমার কাণ্ড দেগঙ্গায়
North 24 Pargana: এদিনই পারুলিয়া হাইস্কুলে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পার্শ্ববর্তী গোসাইপুর গ্রামের কিছু যুবক স্কুলের মাঠে এসে জড়ো হয়েছিল। তারাই মেয়েদের কু-প্রস্তাব দেয় বলে অভিযোগ।
দেগঙ্গা: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। অভিযোগ, তখনই মাঠে থাকা মেয়েদের উত্যক্ত করতে শুরু করে কিছু যুবক। অশালীন প্রস্তাব দেওয়া হয়। এলাকার লোকজন প্রতিবাদ করলে তাঁদের লাঠি দিয়ে বেধড়ক মারধরও করা হয়। মুহূর্তে তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিকে বেগতিক দেখে ততক্ষণে স্কুল বন্ধ করে চম্পট দিয়েছেন শিক্ষকেরা। খবর যায় পুলিশে। অভিযোগও দায়ের হয়েছে। এদিন চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া হাই স্কুল চত্বরে।
এদিনই পারুলিয়া হাইস্কুলে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পার্শ্ববর্তী গোসাইপুর গ্রামের কিছু যুবক স্কুলের মাঠে এসে জড়ো হয়েছিল। খেলা চলাকালীন তাঁরা মাঠে থাকা মেয়েদের কটূক্তি করতে শুরু করে। বারণ করলেও তাঁরা শোনেনি। এরপরই স্থানীয় ক্লাবের ছেলেরা তাঁদের বাধা হয়। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
গোসাইপুর গ্রামের যে কয়েকজন যুবক ছিল তারা ততক্ষণে নিজেদের গ্রাম থেকে আরও ছেলে ডেকে নিয়েছে। গ্রামে লাঠিসোটা নিয়ে তাণ্ডব শুরু করে ১০ থেকে ১২ জনের যুবকের দল। বেধড়ক মারধর করা হয় মাঠে থাকা লোকজনদের। ঘটনা ৭ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের তালিকায় মহিলারাও রয়েছেন। আহতদের উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েছে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।