Fraud Case: ১৫ মিনিটে অ্যাকাউন্ট থেকে সাড়ে ৩ লক্ষ টাকা উধাও, জালিয়াতির নয়া নিদর্শন বারাসতের
Fraud Case: অভিযোগ, বারাসতের বাসিন্দা তপন বিশ্বাস তাঁর মায়ের চিকিৎসার জন্য হেলাবটতলা এলাকায় একটি এটিএমে ১০ হাজার টাকা তুলতে যান। ১০ হাজার টাকা তুলে এটিএমের ভিতর দাঁড়িয়ে সেই টাকা গুনতে থাকেন।
উত্তর ২৪ পরগনা: ১৫ মিনিটের মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অসহায় ব্যক্তির কোনও সুরাহা হয়নি। ঘটনাটি ঘটেছে বারাসত হেলাবটতলা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএম-এ। অভিযোগ, বারাসতের বাসিন্দা তপন বিশ্বাস তাঁর মায়ের চিকিৎসার জন্য হেলাবটতলা এলাকায় একটি এটিএমে ১০ হাজার টাকা তুলতে যান। ১০ হাজার টাকা তুলে এটিএমের ভিতর দাঁড়িয়ে সেই টাকা গুনতে থাকেন। ওই ব্যক্তির বয়ান অনুযায়ী, সেইসময় এক ব্যক্তি গিয়ে বলেন,”দাদা আপনার ট্রানজেকশন শেষ হয়নি এটিএম কার্ডটা আরও একবার পাঞ্চ করে ক্যানসেল করুন।” সেইমত তপনের এটিএম কার্ডটা নিয়ে ওই প্রতারক মুহূর্তে কার্ড বদল করে অন্য একটি একই দেখতে কার্ড তপনের হাতে দিয়ে দেন।
তপন সেই কার্ড নিয়ে চলেও যান। তারপরই তপনের মোবাইলে পরপর মেসেজ আসতে থাকে। প্রত্যেক মেসেজে ১০ হাজার টাকা করে কাটতে থাকে। পাশাপাশি ১ লক্ষ টাকা করে তিনটে ট্রানজাকশেন হয়। সব মিলিয়ে সময় লাগে ১৫ মিনিট। তপন তড়িঘড়ি তাঁর ব্যাঙ্কে গিয়ে কার্ড বন্ধ করে। ততক্ষণে সাড়ে তিন লক্ষ টাকা গায়েব। ব্যাঙ্কের কথামত বারাসত সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন। বারাসত থানাতেও অভিযোগ জানায়। ২৪ ঘণ্টা কেটে গিয়েছে, এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।