Khardha: সন্তানকে দেখতে না দেওয়ায় স্ত্রী ও শ্বাশুড়িকে ‘মারধর’, পাল্টা আক্রান্ত জামাই-প্রেমিকা

Khardha: ২০১৪ সালে খড়দহ কল্যাণনগর এলাকার বাসিন্দা চুমকি দাসের সঙ্গে বিয়ে হয় বেলঘরিয়ার বাসিন্দা অরিন্দম ঘোষের। তাঁদের এক মেয়ে সন্তান রয়েছে। অরিন্দমের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে।

Khardha: সন্তানকে দেখতে না দেওয়ায় স্ত্রী ও শ্বাশুড়িকে 'মারধর', পাল্টা আক্রান্ত জামাই-প্রেমিকা
পাড়ায় অশান্তি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 10:34 AM

উত্তর ২৪ পরগনা:  সন্তানকে দেখতে না দেওয়ায় স্ত্রী ও শ্বাশুড়িকে মারধরের অভিযোগ জামাই ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে। অভিযুক্তের প্রেমিকাকে মারধর করেন এলাকার মহিলারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় খড়দহ কল্যাণনগর এলাকায়। অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ২০১৪ সালে খড়দহ কল্যাণনগর এলাকার বাসিন্দা চুমকি দাসের সঙ্গে বিয়ে হয় বেলঘরিয়ার বাসিন্দা অরিন্দম ঘোষের। তাঁদের এক মেয়ে সন্তান রয়েছে। অরিন্দমের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। তার জেরে চুমকি ও অরিন্দমের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘদিন ধরে নিজের মেয়েকে তাঁর কাছে নেওয়ার জন্য অরিন্দম চাপ দিতে থাকে চুমকিকে।

সোমবার  অরিন্দম তাঁর মেয়েকে নিতে যান। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকাও। অরিন্দমকে বাধা দেন তাঁর স্ত্রী ও শাশুড়ি। ঝামেলার মাঝে স্ত্রী ও শাশুড়িকে মারধর করেন বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে সরব হন প্রতিবেশীরাও। তাঁরা ক্ষেপে গিয়ে এলাকার মহিলারা অরিন্দমের প্রেমিকাকে মারধর করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত অরিন্দম ঘোষকে গ্রেফতার করে নিয়ে যায় রহড়া থানার পুলিশ।