PM Modi: বারবার একই শব্দ প্রধানমন্ত্রী মুখে, কী এই ‘ভোট জিহাদ’?

Bhatpara: এর আগেও মোদীর মুখে এই ভোট জিহাদের কথা শোনা গিয়েছিল। আজ ভাটপাড়ায় গিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর হয়ে প্রচারের সময় ভোট জিহাদ শব্দের প্রয়োগ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, এ রাজ্যের তৃণমূল সরকার বাংলায় রামের নাম উচ্চারণ করতে দেয় না।

PM Modi: বারবার একই শব্দ প্রধানমন্ত্রী মুখে, কী এই 'ভোট জিহাদ'?
ব্যারাকপুরে মোদীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: May 12, 2024 | 1:36 PM

ভাটপাড়া: ‘মোদী…মোদী…মোদী’ মঞ্চে উঠতেই উঠল রব। অগুনতি মানুষ বসে রয়েছেন সভায়। আর তাদের মধ্যে বক্তব্য রাখছেন তিনি। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের দুষতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে উঠে এল ‘ভোট জিহাদের’ কথা। কিন্তু কী এই ভোট জিহাদ?

এর আগেও মোদীর মুখে এই ভোট জিহাদের কথা শোনা গিয়েছিল। আজ ভাটপাড়ায় গিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর হয়ে প্রচারের সময় ভোট জিহাদ শব্দের প্রয়োগ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, এ রাজ্যের তৃণমূল সরকার বাংলায় রামের নাম উচ্চারণ করতে দেয় না। একা তৃণমূল নয়। কংগ্রেস এবং বামপন্থীদের বিরুদ্ধেও একই অভিযোগ শানান তিনি।

আজ এই সভা থেকে মোদী বলেন, “বাংলায় তৃণমূল সরকার রামের নাম উচ্চারণ করতে দেয় না। এখানে রাম নবমী পালন করতে দেয় না। কংগ্রেস আর বামপন্থীরাও রাম নবমীর বিরুদ্ধে মোর্চা তৈরি করেছিল। আপনারাই বলুন, এদের হাতে দেশ চালানোর ভার দেওয়া যায়? তৃণমূল আর ইন্ডিয়া জোট তুষ্টিকরণের রাজনীতি করে। এরা বলে মোদীর বিরুদ্ধে ভোট জিহাদ করো।” প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকার তুষ্টিকরণের রাজনীতি করছে। একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই বিরোধী দলগুলি এই কাজ করছে।

বস্তুত, এই শব্দবন্ধ প্রথম শোনা গিয়েছিল সমাজবাদী পার্টির নেত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি মারিয়া আলমের মুখে। এরপর সেই একই শব্দ প্রয়োগ করেন মোদীও। গুজরাটের আনন্দ থেকে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন,”ইন্ডিয়া জোট মুসলমানদের ভোট জেহাদ করতে বলেছে। এক শিক্ষিত পরিবার থেকে এই কথা বলা হয়েছে। মাদ্রাসা থেকে বের হওয়া কোনও শিশু এটা বলেনি। ইন্ডি জোট বলছে, সমস্ত মুসলমানদের একত্রিত হয়ে তাদের ভোট দিতে হবে। ইন্ডি জোট গণতন্ত্র ও সংবিধানকে অপমান করেছে। তাদের একটা নিরব বোঝাপড়া আছে।”