Adenoviruses: অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৬ মাসের দুধের শিশুর
Adenoviruses: দেগঙ্গার বেড়াচাঁপা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃতের নাম শুভ ঘোষ।বয়স ছ' মাস।
দেগঙ্গা: একের পর এক শিশুমৃত্যু রাজ্যে। সোমবার হুগলির পর মঙ্গলবার খবর এল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে। হাসপাতাল সূত্রে খবর, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ছ’মাসের শিশুর। তবে পরিবারের দাবি, হাসপাতাল থেকে ওই শিশুর দেহে ভাইরাস প্রবেশ করেছে। দেগঙ্গার বেড়াচাঁপা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃতের নাম শুভ ঘোষ। বয়স ছ’ মাস।পরিবার সূত্রে জানা যায় আজ থেকে (২৮ ফেব্রুয়ারি) ১৪ দিন আগে ওই শিশু প্রথমে জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসক দেখানোর পরে তাকে ফুলবাগান শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসা চলার পরে চিকিৎসক ছুটি দিয়ে দেন। এরপর ছ’মাসের ছোট্ট শুভ ঘোষকে নিয়ে তার বাবা মা বাড়িতে ফেরেন।
গত বৃহস্পতিবার বাড়ি আসার পরে আবারও ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় শিশু বিশেষজ্ঞকে দেখানোর পরে শুক্রবার শুভকে আবার ফুলবাগান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্ত পরীক্ষা পড়ে অ্যাডিনো ভাইরাসের নমুনা পাওয়া যায়। এরপর গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ ফুলবাগান শিশু হাসপাতালে মৃত্যু হয় শুভর। মৃত শিশুর ঠাকুরদা স্বপন ঘোষ অভিযোগ করে বলেন, “ফুলবাগান শিশু হাসপাতালে কোনও চিকিৎসা পরিষেবা ভাল নেই। মর্মান্তিক পরিস্থিতিতে একই বেডে দুজন করে রোগীরা রাখা হয়। হাসপাতাল থেকেই আমার ছ’মাসের নাতি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে।”
প্রসঙ্গত, সোমবারই হুগলির পোলবায় জ্বরে আক্রান্ত হয়ে এক ন’মাসের শিশুর মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি। স্থানীয় চিকিৎসকদের দেখানো হয়। জ্বর না কমায় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ২০শে ফেব্রুয়ারি কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলছিল ওই শিশুর। তার মৃত্যুর শংসাপত্রে নিউমোনিয়া আক্রান্ত লেখা হয়েছে।