Murder in Basirhat: বাইক কিনতে দিতে হবে গরু বিক্রির টাকা, দিতে না চাওয়ায় মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
Murder in Basirhat: মোটর বাইকের টাকা না দেওয়ায় মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বসিরহাট থানার গাছা-আখারপুর গ্রাম পঞ্চায়েতের পাইকারডাঙ্গা গ্রামে।
বসিরহাট: মা লোকের জমিতে চাষের কাজ করে কোনওমতে সংসাসের ঘানি টানেন। বাড়িতে রয়েছে ছেলে, ছেলের বউ রয়েছে। যদিও ছেলে সেইভাবে কোনও কাজ করত না। কিন্তু, সম্প্রতি বাইক কেনার জন্য মা-বাবার কাছে টাকা চেয়ে বসে ছেলে। কিন্তু, টাকা না দেওয়ায় চরমে ওঠে অশান্তি। অশান্তির মধ্যেই মাকে খুন (Murder) করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বসিরহাট (Basirhat) থানার গাছা-আখারপুর গ্রাম পঞ্চায়েতের পাইকারডাঙ্গা গ্রামে।
এই গ্রামেই থাকতেন মালবিকা সরকার (৪৫)। লোকের জমিতে কাজ করে কোনওরকমে চলতো সংসার। এলাকা সূত্রে খবর, একমাত্র ছেলে প্রসেনজিৎ সরকার ও ছেলের বউয়ের সঙ্গে প্রায়শই নানা বিষয়ে সাংসারিক অশান্তি ও গণ্ডগোল লেগে থাকত। অভিযোগ, প্রায়ই নানা প্রয়োজনে টাকা চেয়ে মায়ের উপর চড়াও ছেলে। সেই টাকা দিতে না পারায় মাঝেমধ্যেই মায়ের উপর চলতো অত্যাচার। সূত্রের খবর, কয়েকদিন আগে মালবিকা সরকার তিনটি গরু বিক্রি করেন। সেই টাকা নিজের কাছে রেখে দেন তিনি। এ কথা জানতো ছেলে প্রসেনজিৎ। টাকা চাইতে সোজা চলে যায় মায়ের কাছে।
সাফ জানায় বাইক কিনতে চায়। গরু বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছে তার সবটাই চেয়ে বসে। কিন্তু, টাকা দিতে নারাজ মা। পুরো টাকা দিয়ে দিলে কীভাবে চলবে সংসার! এ কথাই ছেলেকে বোঝানোর চেষ্টা করেন মালবিকা দেবী। কিন্তু, কোনও কথাই শুনতে রাজি ছিল প্রসেনজিৎ। চরমে ওঠে অশান্তি। এলাকা সূত্রে খবর, ঝামেলার মধ্যেই মাকে পিটিয়ে খুন করে ফেলে ছেলে। এরপর আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশে। ছুটে আসে পুলিশ। তারাই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। তবে শুধুই কী বাইক কেনার জন্য টাকার দাবিতে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।