Madan Mitra: রাজনীতি থেকে সন্ন্যাস নিলে কী করবেন মদন মিত্র? জানালেন ৫০ হাজার টাকা রোজগারের পথ
পিজি হাসপাতালের ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনীতি সরগরম রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়ে। এই ঘটনার দিন দুয়েক পরে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার বার্তা দিলেন মদন। তবে বিধায়ক পদ ছাড়তে রাজি থাকলেও দল না ছাড়ার বার্তা দিয়েছেন তিনি।
কামারহাটি: এসএসকেএম কাণ্ডের পর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ক্ষোভ প্রকাশ্যে এসেছিল। শুক্রবার রাতে নিজের ‘পুরনো ঘাঁটি’তে রোগী ভর্তি করতে ব্যর্থ হয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মদন। স্বাস্থ্য ব্যবস্থাকেও কাঠগড়ায় তুলেছিলেন তিনি। তবে কোনও পরিস্থিতিতেই তৃণমূল না ছাড়ার বার্তা দিয়েছিলেন মদন। তিনি বলেছিলেন, “এটা আমারও পার্টি। আমি ছাড়তে যাব কেন? এই দলে অন্যদের যা অবদান আছে, তার কম অবদান আমারও নেই।” কিন্তু সেই অবস্থান থেকে পাল্টি খেলেন মদন মিত্র। এ বার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা শোনা গেল তাঁর কথায়। সচিন, সৌরভ, ধোনিরা অবসর নিলে তিনি কেন পারবেন না, সেই প্রশ্নও তুলেছেন মদন। তবে কবে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন সে ব্যাপারে কিছু জানাননি। কিন্তু রাজনীতি থেকে অবসর নিলে কী করবেন সে ব্যাপারে জানিয়েছেন কামারহাটির বিধায়ক।
পিজি হাসপাতালের ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনীতি সরগরম রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়ে। এই ঘটনার দিন দুয়েক পরে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার বার্তা দিলেন মদন। তবে বিধায়ক পদ ছাড়তে রাজি থাকলেও দল না ছাড়ার বার্তা দিয়েছেন তিনি। এ দিন বলেছেন, “দরকারে বিধায়ক পদ ছেড়ে দেব। কিন্তু তৃণমূল ছাড়ব না। মা-মাটি-মানুষকে ছাড়ব না।” এর পরই সন্ন্যাসের প্রসঙ্গে তিনি বলেছেন, “ভারতীয় দলে সচিন-ধোনিরা যদি অবসর নিতে পারে তাহলে আমি কেন পারব না। আমি সন্ন্যাস নিলে আর কিছু না পাই মানুষের দুয়ারে গিয়ে মানুষের থেকে আলু ও এক মুঠো চাল তো পাব।”
রাজনীতি থেকে অবসর নিলে কী করবেন তাও ভেবে রেখেছেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, রাজনীতি ছেড়ে দিলে শিক্ষকতা করতে চান তিনি। বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের পড়াতে চান। তা করে প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা রোজগারে করতে পারবেন বলেও আত্মবিশ্বাসী মদন। ইতিমধ্যেই অনেকে পড়ানোর জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বলেও দাবি মদন মিত্রের। পড়ানোর পাশাপাশি নিজে আরও পড়াশোনা করা দরকার বলে মনে করেন কামারহাটির বিধায়ক। এ ব্যাপারে তাঁর আত্মউপলব্ধি, “আমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি আপডেট হতে চাই।”