Abhishek Banerjee: ১০ মার্চ ট্রেলার দেখাবে তৃণমূল, ব্রিগেড-চ্যালেঞ্জ অভিষেকের
Abhishek Banerjee: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এই যে ২ বছর ধরে কেন্দ্র বাংলার প্রতি লাঞ্ছনা, অত্যাচার, বঞ্চনা করেছে। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে তৃণমূলের তরফে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। বাংলার গর্জন কী তার ট্রেলার বহিরাগত আর বাংলা বিরোধীরা ১০ মার্চ কলকাতায় দেখবে। বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবেন।"
ডায়মন্ড হারবার: আগামী ১০ মার্চ ব্রিগেডে সভা করছে তৃণমূল। সভার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন’। রবিবারই ঘোষণা করা হয়েছে দলের তরফে। আর এদিনই ডায়মন্ড হারবার থেকে বিরোধীদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ১০ তারিখ যা দেখানো হবে, সেটা ‘ট্রেলার’। মানুষ ছবিটা দেখাবেন নির্বাচনে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই যে ২ বছর ধরে কেন্দ্র বাংলার প্রতি লাঞ্ছনা, অত্যাচার, বঞ্চনা করেছে। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে তৃণমূলের তরফে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। বাংলার গর্জন কী তার ট্রেলার বহিরাগত আর বাংলা বিরোধীরা ১০ মার্চ কলকাতায় দেখবে। বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবেন।”
অভিষেকের চ্য়ালেঞ্জ, “যারা বড় বড় কথা বলে তাদের বলব পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকলে ব্রিগেডে একটা সভা করুক। ১১-১২ তারিখ সভা করে ক্ষমতা দেখাক।” ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। ২৫ ফেব্রুয়ারি ব্রিগেডের সভা ঘোষণা করেছে তৃণমূল। অভিষেক বলেন, ২ সপ্তাহের কম সময়ে ‘জনগর্জন’ করছে তৃণমূল। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখানো হবে কীভাবে বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে।