Deganga TMC: তৃণমূলের ‘দেওয়াল চুরি’, পঞ্চায়েত ভোটের আগেই উষ্ণতাবৃদ্ধি দেগঙ্গার
West Bengal: চাঁদপুর এলাকার কিছু ব্যবসায়ী খেয়াল করেন তাদের দোকানের দেওয়ালের দখল নিয়েছে আইএসএস।
দেগঙ্গা: সামনে কোনও ভোট নেই। এমনকী পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেও অনেকটাই দেরি। কিন্তু তাতে অবশ্য বিরতি নেই রাজনৈতিক রেষারেষির। নির্বাচনী পূর্বাভাসের বহু আগেই রাতারাতি ‘লুঠ’ সারি সারি দেওয়াল! তাও আবার খোদ শাসক দলের দখল থেকে। এহেন অভিযোগকে কেন্দ্র করেই সরগরম হয়ে ওঠে দেগঙ্গার অমুলিয়া। ঘটনায় সরাসরি কাঠগড়ায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। শুক্রবার রাতভর চাঁদপুর বাজার এলাকার তৃণমূল সমর্থক ব্যবসায়ীদের দোকানের দেওয়ালগুলিতে আইএসএফের দখলদারি চলেছে বলে অভিযোগ। শনিবার সারাদিন এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলে এলাকায়। যদিও অভিযোগ-পাল্টা অভিযোগে এখনো সরগরম আমুলিয়া।
ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। চাঁদপুর এলাকার কিছু ব্যবসায়ী খেয়াল করেন তাদের দোকানের দেওয়ালের দখল নিয়েছে আইএসএস। অর্থাৎ চুন লাগিয়ে তাতে আইএসএফ লিখে দেওয়া হয়েছে। অথচ ঠিক আগের রাতেও এই দেওয়ালই কি না দখলে ছিল তৃণমূলের। রাতারাতি একাধিক দেওয়াল এভাবেই বিরোধী শিবিরের দখলদারির বিরোধিতায় সরাসরি নেতৃত্বকে জানান ওই তৃণমূল সমর্থক ব্যবসায়ীরা। পাশাপাশি আই এস এফ এর লেখা নাম তারা মুছেও দেন।
অভিযোগ, এরপর শনিবার সন্ধ্যায় এলাকার কিছু তৃণমূল কর্মী ঘটনাস্থল খতিয়ে দেখতে বাজারে গেলে আইএসএফ সমর্থকরা তাদের উপর চড়াও হয়। যাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। তাদের উপরেও আইএসএফের মহিলা সমর্থকরা চড়াও হয় বলে অভিযোগ। যদিও বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পুলিশকর্মীরা।
এ বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আমিনুল হক বলেন, ‘দেওয়াল দখলের বিষয়টি আমরা ব্যবসায়ীদের কাছ থেকেই জানতে পারি। তারা আমাদের সমর্থক হওয়ায় বরাবর সেই দেওয়াল আমরা লিখি। কিন্তু নির্বাচনের এত আগে হঠাৎই আইএসএফের তরফের সেই সমস্ত দেওয়াল দখল করে নেওয়া হয়েছিল। প্রতিবাদে ব্যবসায়ীদের নিজেরাই সেই দেওয়াল মুছে দেয়। কিন্তু তা সত্ত্বেও আই এস এফের কর্মীরা আমাদের উপরে চড়াও হয়।’
যদিও, ঘটনা প্রসঙ্গে স্থানীয় আইএসএফ নেতৃত্ব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত্ত্ব সামনে এনেছে। তাদের দাবি, দেওয়াল তৃণমূলেরই ছিল। অন্য গোষ্ঠী রাতের অন্ধকারে আই এস এফের নাম ব্যবহার করে দেওয়াল লিখেছে। দুপক্ষের বিবাদে নিশানা করা হয়েছে আইএসএফকে। এর সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। শুধু তাই নয়, তাদের মহিলা সহ বেশ কিছু কর্মীর উপর মারধর চালানো হয়েছে। প্রসঙ্গত, গোটা বিষয়টি জানিয়ে স্থানীয় দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমুল কংগ্রেস। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।