Khardah: সর্ষের মধ্যেই ভূত! অটো চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

Kamarhati: পুলিশ জানতে পারে ডানলপ থেকে ব্যারাকপুর রুটের তৃণমূল অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউ এই অটো চুরির ঘটনার সঙ্গে জড়িত। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।

Khardah: সর্ষের মধ্যেই ভূত! অটো চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা
গ্রেফতার হওয়া তৃণমূল নেতা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 12:15 PM

সোদপুর: কয়েকদিন ধরেই অটো চুরির অভিযোগ আসছিল। উত্তর ২৪ পরগনার কামারহাটি, সোদপুর ও খড়দহের বিভিন্ন এলাকা থেকে সেই চুরির অভিযোগ উঠে এসেছিল। বারংবার অটোচালকরা তা জানিয়ে আসছিলেন পুলিশকে। অটোচালকদের সেই অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করার পরে দেখা যায় সর্ষের মধ্যেই ভূত। পুলিশ জানতে পারে ডানলপ থেকে ব্যারাকপুর রুটের তৃণমূল অটো ইউনিয়নের সম্পাদক অজিত সাউ এই অটো চুরির ঘটনার সঙ্গে জড়িত। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।

খড়দহ থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে খড়দহ স্টেশন রোড থেকে অটো-সহ অভিযুক্ত তৃণমূল ইউনিয়নের সম্পাদক নেতা অজিত সাউকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করে চুরি যাওয়া অটো কোথায় আছে তার জিজ্ঞাসাবাদ করছে খড়দহ থানার পুলিশ। এই ঘটনায় খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার বলেন, “অভিযোগ কারা করেছে আমি ঠিক জানি না। যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ নিজের মতো ব্যবস্থা নেবে।”

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহা বলেন,”বিভিন্ন জায়গায় অটোর দৌরাত্ম চলছে। এই ধরনের তৃণমূল সম্পাদকের নামধারী নেতারা, আরও কোন কোন জায়গায় অটো চুরির ঘটনা ঘটিয়েছে সেটা এই নেতাকে জেরা করেই পাওয়া যাবে। রুটে চলা বেশিরভাগই বেনামী অটো। যার উপযুক্ত নথি নেই। কিন্তু অটো গায়েব হওয়া। সেই অটো অন্যরুটে চলা একটা বিশাল চক্র। বর্তমানে অটো সমেত এই সভাপতি ধরা পড়েছে। উনি গ্রেফতার হয়েছে। এই রকম আরও চক্র কাজ করছে।”