Road Accident: থ্যাঁতলালো মাথা, ছিটকে বেরল রক্ত, একই দিনে দুর্ঘটনা প্রাণ কাড়ল ২ বৃদ্ধের

Basirhat: প্রথম ঘটনাটি ঘটেছে খ্রীষ্টান পাড়া মোড় এলাকায় । মৃতের নাম অজয় কুমার পাইক (৬০)। জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তা পেরচ্ছিলেন অজয়বাবু। সেই সময় মালঞ্চগামী একটি দ্রুতগতির একটি চারচাকা গাড়ি ধাক্কা দেয় তাঁকে।

Road Accident: থ্যাঁতলালো মাথা, ছিটকে বেরল রক্ত, একই দিনে দুর্ঘটনা প্রাণ কাড়ল ২ বৃদ্ধের
দুই পৃথক দুর্ঘটনা প্রাণ কাড়ল দুই বৃদ্ধের Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 12:21 PM

বসিরাহাট: দুজনেরই বয়স ষাটের উপরে। দু’জনই রাস্তা পারাপার হচ্ছিলে। আর তখনই মর্মান্তিক পরিণতি। গতির বলি হলেন দু’জনই। বাসন্তী হাইওয়েতে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পথচারীর। তদন্তে নেমেছে পুলিশ। বসিরহাটের বাসন্তী হাইওয়ের রাজ‍্য সড়ক ৩এ মিনাখাঁ থানার বামনপুকুর ও মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

প্রথম ঘটনাটি ঘটেছে খ্রীষ্টান পাড়া মোড় এলাকায় । মৃতের নাম অজয় কুমার পাইক (৬০)। জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তা পেরচ্ছিলেন অজয়বাবু। সেই সময় মালঞ্চগামী একটি দ্রুতগতির একটি চারচাকা গাড়ি ধাক্কা দেয় তাঁকে। দুর্ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের কুশাংড়া এলাকায়। সেখানে রাস্তা পার করছিলেন বছর ষাটের নিতাই দাস। দ্রুত গতিতে আসা ঘটকপুরগামী একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর রক্তাপ্ত জখম হয়ে যায় দুই পথচারী বৃদ্ধ। স্থানীয় বাসিন্দারা তাদের দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা দুই পথচারী বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দু’টির তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।