Khardha: স্করপিওর দরজা চুইয়ে বেরোচ্ছে রক্ত, দলা পাকানো দুই মহিলা, এক পুরুষের শরীর, বাকি ৬ জন তখন…

North 24 Parganas: ভোরবেলা কল্যাণী হাইওয়েতে স্করপিওর সঙ্গে ডাম্পারের ধাক্কা ৩ জনের মৃত্যু হয়। সোমবার ৬ জন মহিলা কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছা ফিরছিলেন। এক স্করপিও গাড়ি খড়দহ রুইয়া এসে ব্রিজ থেকে নেমে ডাম্পারে ধাক্কা মারে।

Khardha: স্করপিওর দরজা চুইয়ে বেরোচ্ছে রক্ত, দলা পাকানো দুই মহিলা, এক পুরুষের শরীর, বাকি ৬ জন তখন...
খড়দহে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 11:33 AM

উত্তর ২৪ পরগনা: শীতের ভোর। সেভাবে সচল হয়নি রাস্তা। ফলে ফাঁকা রাস্তাতেই ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়েছিলেন চালক। উল্টোদিক থেকে আসা ডাম্পার দেখতে পেলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। অতঃপর মুখোমুখি সংঘর্ষ। কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়  দোকানিরা ছুটে এসে দেখেন, স্করপিওর সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ভিতরে দলা পাকিয়ে দিয়েছে তিনটে শরীর। আরও বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। শীতের সকালে ফের দ্রুতগতির বলি। সোমবার সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা খড়দহে। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও তিন। তাঁদের চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ভোরবেলা কল্যাণী হাইওয়েতে স্করপিওর সঙ্গে ডাম্পারের ধাক্কা ৩ জনের মৃত্যু হয়। সোমবার ৬ জন মহিলা কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছা ফিরছিলেন। এক স্করপিও গাড়ি খড়দহ রুইয়া এসে ব্রিজ থেকে নেমে ডাম্পারে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্করপিওর সামনের অংশ এমনভাবেই দুমড়ে গিয়েছে, যাতে ভিতরে আটকে পড়া যাত্রীদের টেনে বার করতে মারাত্মক সমস্যা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে। ঘটনাস্থলেই চালক-সহ দু’জন মহিলার মৃত্যু হয়। বাকি ছ’জনকে কলকাতার নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ।